শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নির্বাচন পূর্ব সহিংসতার মামলায় গোলাপগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ৬ নেতাকর্মীর জামিন

নির্বাচন পূর্ব সহিংসতার মামলায় গোলাপগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ৬ নেতাকর্মীর জামিন

সিলেট প্রতিনিধি : নির্বাচন পূর্ব সহিংসতার মামলায় গোলাপগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ৬ নেতাকর্মীর জামিন হয়েছে। গতকাল সোমবার সিলেটের চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত এ জামিন মঞ্জুর করেন।

জানাযায়,  জাতীয় সংসদ নির্বাচন পূর্ব সহিংসতার দায়ে গোলাপগঞ্জ মডেল থানায় দায়েরকৃত গোলাপঞ্জ জি.আর মামলা নং ২১৮/১৮ ইং মামলার ৬ জন আসামী স্বেচ্ছায় বিজ্ঞ আদালতে আত্মসমর্পন করিলে দীর্ঘ শুনানী শেষে বিজ্ঞ আদালত তাদের জামিন মঞ্জুর করেন। জামিনপ্রাপ্ত আসামীরা হলেন মামলার এজাহার নামীয় আসামী উপজেলার উত্তর গোলপনগর গ্রামের মৃত মাহবুব উদ্দিনের ছেলে মোশারফ হোসেন, কিছমত মাইজভাগ গ্রামের মৃত সাজিদ আলীর ছেলে সানাই আহমদ জালালী, একই গ্রামের মৃত লাল মিয়ার ছেলে সাহেদ আহমদ, কায়স্তগ্রাম নাশাগঞ্জ গ্রামের আজির উদ্দিনের ছেলে এম এ সামাদ,  হাজীপুর ঘনশ্যাম গ্রামের আলতাফুর রহমানের ছেলে সামাদুর রহমান অপু, লক্ষণাবন্দ ইসলামাবাদ গ্রামের নুরুর রহমানের ছেলে আহসানুর রহমান।

তথ্যসূত্রে আরোও জানা যায় গত ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে ২৫ ডিসেম্বর বিকাল ৪ ঘটিকার সময় গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সিলেট-৬ এর ধানের শীষের প্রার্থী ফয়ছল আহমদ চৌধুরীর সমর্থনে স্থানীয় হেতিমগঞ্জ বাজারে নির্বাচনী সমাবেশকে কেন্দ্র করিয়া পুলিশের সাথে বিএনপি নেতা কর্মীদের সংঘর্ষে একজন ম্যাজিষ্ট্রেট সহ কয়েকজন পুলিশ সদস্য আহত হলে গোলাপগঞ্জ মডেল থানার এসআই রুকনুজ্জামান বাদী হইয়া ধানের শীষের প্রার্থী ফয়ছল আহমদ চৌধুরীকে ১নং আসামীসহ ৫৬ জন বিএনপি নেতাকর্মীদের নামে মামলা দায়ের হয়। তাৎক্ষনাৎ ধানের শীষের প্রার্থী ফয়ছল আহমদ চৌধুরী হাইকোর্ট থেকে জামিনে আসিয়া নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেন। এই মামলায় পুলিশ অভিযাগ চালিয়ে ১৭ জন নেতাকর্মীকে গ্রেফতার করিলে বিভিন্ন মেয়াদে কারাবাস করিয়া জামিন লাভ করেন এবং পলাতক থাকা আসামীদের মধ্যে উল্লেখিত ৬ জন আসামী বিজ্ঞ আদালতে আত্মসমর্পন করিয়া জামিন লাভ করেন ।

২৮৩ বার ভিউ হয়েছে
0Shares