বৃহস্পতিবার- ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

গোবিন্দগঞ্জে ডোবায় গোসলে নেমে শিশুর মৃত্যু

গোবিন্দগঞ্জে ডোবায় গোসলে নেমে শিশুর মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা গ্রামে পানিতে ডুবে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুটির নাম মোছা: লিমা আক্তার (১০)। সে ওই গ্রামের মো: এবাদুল হকের কন্যা।

স্থানীয় গ্রামবাসীরা জানান, বুধবার (২৭ এপ্রিল) দুপুর দেড়টার দিকে শালমারা রেলস্টেশনের উত্তরপাশের্^র রেলসেতুর নিচের ডোবায় আরও কয়েকজন শিশুর সাথে গোসল করতে নামে লিমা। এ সময় সাঁতার কেটে ডোবাটির এপার-ওপার করতে গিয়ে হঠাৎ সে নিখোঁজ হয়। প্রামবাসীরা অনেক চেষ্টা করেও তাকে উদ্ধার করতে না পেরে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেয়।

খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় বিকেল সোয়া চারটার সময় তার মৃতদেহ উদ্ধার করে। শালমারা ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিস বিষয়টি নিশ্চিত করেছেন।

১৮ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS