শনিবার- ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

র‌্যাব ১৩, সিপিসি-১, দিনাজপুর কর্তৃক অভিযানে ৯৫ বোতল ফেন্সিডিল সহ ০১ জন মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাব ১৩, সিপিসি-১, দিনাজপুর কর্তৃক অভিযানে ৯৫ বোতল ফেন্সিডিল সহ ০১ জন মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রেসবিজ্ঞপ্তি : র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, জনৈক মহিলা তার নিজ বাড়িতে ফেন্সিডিল সংরক্ষন করে ব্যবসা করে আসছে। উক্ত গোপন সংবাদের ভিত্তিতে ২৫ এপ্রিল ২০২২ খ্রিঃ রাতে দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন ০৮ নং শংকরপুর ইউনিয়নের শালকী সন্তোষপাড়া গ্রামে র‌্যাবের একটি বিশেষ অভিযানিক দল অভিযান পরিচালনা করে ৯৫ বোতল ফেন্সিডিল সহ আসামী ১। রুবিনা(৪০), সাং- শালকী সন্তোষপাড়া, থানাঃ কোতয়ালী, জেলাঃ জেলা- দিনাজপুরকে তার নিজ বসত গৃহ হতে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী বেশ কিছু দিন যাবৎ দিনাজপুর তার বাড়ীর নিকটবর্তী ভারতীয় সীমান্ত এলাকা হতে বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে গোপনে ফেন্সিডিল কম মূল্যে ক্রয় করে ব্যবসার উদ্দেশ্যে নিজ বসত ঘরে সংরক্ষন করে খুচরা মাদক ব্যবসায়ীদের নিকট ও মাদকসেবীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে মাদক ব্যবসা করে আসছে মর্মে স¦ীকার করে। ধৃত আসামীর বিরুদ্ধে দিনাজপুর জেলার কোতয়ালী থানায় র‌্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করে আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

১৪ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS