শুক্রবার, ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, English Version

সৈয়দপুরে বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

সৈয়দপুরে বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দুলাল সরকার, সৈয়দপুর-নীলফামারী প্রতিনিধি ঃ নীলফামারীর সৈয়দপুরে বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নে অবস্থিত প্রতিষ্ঠান চত্বরে গতকাল বিকেলে ওই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মো. আব্দুল গফুর সরকার। বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম প্রামানিক, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান কার্জন। সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো. নুর-ই-আলম সিদ্দিকীর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আজিজুল বারি বসুনিয়া। প্রতিষ্ঠানটির সহকারী শিক্ষক মানিকুল ইসলাম মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মো. গোলাম রব্বানী প্রমুখ। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৩০টি ইভেন্টে বিজয়ী এবং ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রতিটি শ্রেণির দুইটি করে শাখায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ৩০জন মেধাবী শিক্ষার্থীর মাঝে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যক্ষ মো. আব্দুল গফুর সরকার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ও মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

১০৪ বার ভিউ হয়েছে
0Shares