শুক্রবার, ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, English Version

দক্ষিন আফ্রিকার সন্ত্রাসীদের তাড়া খেয়ে দ্রæত গতিতে গাড়ি চালাতে গিয়ে বাংলাদেশী রেমিটেন্স যোদ্ধা বেগমগঞ্জের মোঃ ইউসুফ নিহত

দক্ষিন আফ্রিকার সন্ত্রাসীদের তাড়া খেয়ে দ্রæত গতিতে গাড়ি চালাতে গিয়ে বাংলাদেশী রেমিটেন্স যোদ্ধা বেগমগঞ্জের মোঃ ইউসুফ নিহত

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী ,নোয়াখালীর প্রতিনিধি :: দক্ষিন আফ্রিকার কালো সন্ত্রাসীদের তাড়া খেয়ে দ্রæত গতিতে গাড়ি চালাতে গিয়ে বাংলাদেশী রেমিটেন্স যোদ্ধা বেগমগঞ্জের লাউতলী মাস্টার পাড়া নিবাসী মোঃ ইউসুফ মারাগেছে। বুধবার রাতে ওই দুর্ঘটনায় তার মৃত্যুর সংবাদ বাংলাদেশে পৌছলে পরিবারের মাঝে শুরু হয় শোকের মাতম।

মহুমের চাচাতো ভাই মাষ্টার শাহাদাত হোসেন বিপ্লব  জানায়, জীবিকার সন্ধানে বিগত ৮ বছর আগে দক্ষিণ আফ্রিকায় টিচার্ড শহরে যান মোঃ ইউসুফ, এরপর তিনি সেখানে গড়ে তোলেন  একে একে ১০ টি ব্যবসা প্রতিষ্টান, ওই ব্যবসা প্রতিষ্ঠান গুলোতে চোখ পড়ে আফ্রিকান সন্ত্রাসীদের।  তারা বাংলাদেশী ব্যবসায়ী ইউসুফের নিকট মোটা অংকের চাঁদা দাবী করে আসছিলো। বুধবার মোঃ ইউসুফ তার ব্যবসা প্রতিষ্টানের টাকা কালেকশন করে ব্যাক্তগত গাড়ি নিজ বাসার উদ্দেশ্য রওনা দিলে পিছন থেকে আফ্রিকান কালো সন্ত্রাসী দল তার গাড়ি অনুসরন শুরু করে। বিষয়টি টের পেয়ে তিনি তিনি তার দোকান কর্মচারীদের বিষয়টি মুঠোফোনে অবহিত করেন। বেশ কিছু ক্ষনপর ফের দোকান কর্মচারী তার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে ফোনটি বন্ধ পাওযা যায।

          এরপর দোকান কর্মচারীরা বিষয়টি স্থানীয় পুলিশকে জানালে পুলিশ মোবাইল ফোনের লোকেশন ট্রাক করে ঘটনাস্থলে পৌছে মৃত অবস্থায় টিচার্ড শহর থেকে তার লাশ উদ্ধার করে। এসময় তার পা বিচ্ছিন্ন ও নাড়িভুঁড়ি বের হয়ে থাকা অবস্থায় পাওয়া যায়। ইউসুফ স্ত্রী ও এক ছেলে সন্তান রয়েছে।ছেলেটি এ বছর এসএসসি পরীক্ষা দিচ্ছে।

মো: ইউছুফ বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউপির লাউতলী মাস্টারপাড়া নিবাসী সিংগাপুরের বিশিষ্ট ব্যবসায়ী সফি উদ্দিন কামাল মিয়ার ছোট ভাই (রাজিবের ছোট কাকা)। তার মৃত্যু সংবাদ এলাকায় শোকের ছায়া নেমে আসে।

পরিবারের দাবী যেন জড়িদেররআইনের আওতায় আনা হয় এবং দ্রæততম সময়ের মধ্যে লাশ বাংলাদেশ প্রেরণের জন্য প্রযোজনীয় ব্যবস্থা নেওয়ার হয।

১১ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS