বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সেনবাগের খলিল মিয়ারহাট ব্যবসায়ী কমিটির নির্বাচন খোকন সভাপতি, স্বপন সেক্রেটারী

সেনবাগের খলিল মিয়ারহাট ব্যবসায়ী কমিটির নির্বাচন খোকন সভাপতি, স্বপন সেক্রেটারী

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী,নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগ উপজেলার ঐতিহ্যবাহী ব্যবসা কেন্দ্র খলিল মিয়ার হাট বাজারের ব্যবসায়ী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে জয়নাল আবদিন খোকন সভাপতি ও আইয়ুব আলী স্বপন সেক্রেটারী নির্বাচিত হয়েছে।

মঙ্গলবার (১০মে) বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে সকাল থেকে বিকাল পর্যন্ত টানা ভোট গ্রহন অনুষ্ঠিত হয় । এতে ২৩৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। বাজারের ব্যবসায়ীদের প্রত্যক্ষ ভোটে টানা দ্বিতীয় বারের মতো সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন জয়নাল আবদিন খোকন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আইয়ুব আলী স্বপন।

এছাড়াও ১১ সদস্য বিশিষ্ঠ কমিটির অন্যরা হচ্ছেঃ সহ-সভাপতি আলা উদ্দিন ,সহ-সাধারণ সম্পাদক রবিউল হাসান, সাংগঠনিক সম্পাদক ইসহাক বাবুল, কোষাধ্যক্ষ আবদুল ওহাব, দপ্তর সম্পাদক মোঃ সাহাব উদ্দিন ও প্রচার সম্পাদক মোঃ ইব্রাহিম। ছাড়াও সদস্য পদে মশিউর রহমান, মোঃ শাহাজাহান ও মোঃ বাবুল নির্বাচিত হন ।

৪১ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS