বৃহস্পতিবার, ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, English Version

গোবিন্দগঞ্জে সরোবরে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

গোবিন্দগঞ্জে সরোবরে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি: গরম থেকে বাঁচতে গাইবান্ধার গোবিন্দগঞ্জের পৌর এলাকার বর্ধনকুঠি সরোবরে গোসল করতে গিয়ে শাওন নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শাওন পৌর এলাকার সোনারপাড়া মহল্লার প্রবাসী সাদেকুল ইসলামের ছেলে।
স্থানীয়রা এবং পরিবারের পক্ষ থেকে জানা গেছে সবার অজান্তে শাওন মিয়া তার ভাইয়ের সাথে পুকুরে গোসল করতে নেমে সাঁতার না জানায় নিখোঁজ হয়। খবর পেয়ে স্থানীয়রা খোঁজাখুঁজি করে তার দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানতে চালে তিনি বলেন, এ ব্যাপারে তার কাছে কোন তথ্য নেই। দির্ঘদিন ধরে ঐতিহাসিক এই পুকুরটি তলদেশ গভীরভাবে খনন করে রাতের আধারে মাটি বিক্রি করে আসছে বলে মালিকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

২৪ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS