সোমবার, ৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, English Version

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দরবস্ত কৃষি যুব উন্নয়ন সমবায় সমিতি’র প্রশিক্ষণে স্বাবলম্বী আনেক অনেক যুবক-যুবতী নরী

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দরবস্ত কৃষি যুব উন্নয়ন সমবায় সমিতি’র প্রশিক্ষণে স্বাবলম্বী আনেক অনেক যুবক-যুবতী নরী

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত কৃষি যুব উন্নয়ন সমবায় সমিতি উদ্যোগে বিভিন্ন সময় শত শত গাছের চারা বিতরণ,রাস্তায় বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করছে। এছাড়াও সংস্থাটির উদ্যোগে এলাকার বেকার যুবক-যুবতী ও অসহায় নারীদের ষেলাই, এমব্রয়ডারি, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক, ওয়াটার সাপ্লাই ফিটিংস,  নার্সারি,হাস-মুরগী ও গবাদি পশু পালনসহ কৃষি বিষয়ে নানা প্রশিক্ষণ প্রদান করেন। এসব প্রশিক্ষণ গ্রহন করে অনেকেই সাবলম্বী হয়েছে।
উপজেলার দরবস্ত ইউনিয়নের দুর্গাপুর গ্রামে ২০১৯ সালে দরবস্ত কৃষি যুব উন্নয়ন সমবায় সমিতি টি ২৪ নং নিবন্ধন পায়। সংস্থাটি প্রতিষ্ঠার পর থেকে নানা সামাজিক কার্যক্রম পরিচালিত করে আসছে। দরবস্ত কৃষি যুব উন্নয়ন সমবায় সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি বেলাল হোসেন জানান, তার সংগঠনটি স্থানীয় নানা ধরনের সামাজিক কার্যক্রম পরিচালিত করছে। এই সংস্থার মাধ্যমে বেকার যুবক-যুবতী ও অসহয় নরীদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে তাদের বিনামূল্যে হাস-মুরগী ও গরু বিতরণ করা হয়। এখন প্রশিক্ষণ গ্রহন করে অনেকেই স্বাবলম্বী হয়েছে। বন্যা কালিন সময়ে বন্যা কবলিত এলাকার মানুষদের সেচেতনতা মুলক প্রচার প্রচারণার পাশাপাশি দুর্গত মানুষদের মাঝে ত্রাণকার্য পরিচালনা করে থাকি। এছাড়াও এলাকার প্রতিবন্ধী ব্যক্তিদের চিকিৎসা ও হুইল চেয়ার বিতরণ করা হয়। সংগঠনের পক্ষ থেকে মানুষের মাঝে লক্ষাধিক গাছের চারা বিতরণ করা হয়। ইউনিয়নের হোসেনপুর গ্রাম থেকে দুর্গাপুর পূর্বপাড়া হয়ে জোরদিঘি,দুবলাগাড়ী পর্যন্ত রাস্তার দু’ধারে ঔষধি গাছ বাসক লাগানো হয়েছে। প্রশিক্ষণ শেষে বিনা মূল্যে ১৩ জন আসহয় নরীকে সেলাই মেশিন, ১০০ জনের মাঝে হাস-মুরগী ও গবাদি পশু পালন প্রশিক্ষণ শেষে ১৫ জনকে গরু প্রদান করা হয়েছে। ইতিপূর্বে সংস্থাটি ৬০ জনকে ইলেকট্রিক- ইলেকট্রনিক্স, ২০ জনকে ড্রাইভিং ও ৩০ জনকে ওয়াটার সাপ্লাই ফিটিংস বিষয়ে প্রশিক্ষন দেওয়া হয়।
দুর্গাপুর গ্রামের  আবু বক্করের পুত্র আজাদুল ইসলাম বলেন দরবস্ত কৃষি যুব উন্নয়ন সমবায় সমিতির মাধ্যমে আমি ওয়াটার সাপ্লাই ফিটিংস বিষয়ে প্রশিক্ষণ গ্রহন করি। বর্তমানে আমি একজন দক্ষ ফিটিংস মিস্ত্রি হিসাবে কাজ করছি। এখন আমি স্বাবলম্বী। এছাড়াও ড্রাইভিং প্রশিক্ষণ নেওয়া দরবস্ত ইউনিয়নের মীরুপাড়া গ্রামের সুলতান ও  তালুককানুপুর ইউনিয়নের ছোট জামালপুর গ্রামের মিনারুল বর্তমানে শ্রমিক হিসাবে বিদেশে কর্মরত রয়েছে।
সংগঠনটি কৃষি,মৎস্য,পারিবারিক সুরক্ষা,বয়সন্ধি এবং প্রজনন স্বাস্থ্য, পুষ্টি বিষয়ে সচেতনতা মূলক প্রশিক্ষণ প্রদান করে আসছেন।

১৪ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS