মহেশখালী থেকে অপহৃত ছাত্রী উদ্ধার, রোহিঙ্গা নারী আটক


কায়সার হামিদ মানিক,কক্সবাজার। কক্সবাজারের মহেশখালী থেকে অপহৃত মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে অপহরণের তিন দিন পর বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালির গহীন পাহাড় থেকে উদ্ধার করেছে র্যাব-১৫। এ সময় অভিযুক্ত এক রোহিঙ্গা নারীকে আটক করা হয়েছে।
র্যাব জানায়, বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। আটক খালেদা বেগম (২৮) উখিয়ার কুতুপালং ৪ নম্বর ক্যাম্পের মোহাম্মদ করিমের স্ত্রী। অপরাধে জড়িত থাকায় তিনি ক্যাম্প ছেড়ে মহেশখালীতে আশ্রয় নিয়েছিলেন।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) এএসপি আ. ম. ফারুক জানান, গত ২১ এপ্রিল মহেশখালীর শাপলাপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার ছাত্রীটি ওষুধ আনতে গিয়ে নিখোঁজ হয়। অভিযুক্ত খালেদা পূর্বপরিকল্পিতভাবে শিশুটিকে অজ্ঞান করে প্রথমে চকরিয়ার চিরিঙ্গা এলাকায় এবং পরে বান্দরবানের হায়দারনাশির এক পাহাড়ি এলাকায় জমির উদ্দিনের বাড়িতে নিয়ে গিয়ে লুকিয়ে রাখে।
অপহরণকারীরা ভিকটিমের পরিবারের কাছে ২ লাখ ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। ঘটনার পরপরই পরিবারের পক্ষ থেকে মহেশখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয় এবং সংবাদটি গণমাধ্যমে ছড়িয়ে পড়ে।
র্যাব জানায়, অভিযানে মূল পরিকল্পনাকারী খালেদাকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে তাকে মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।
১১ বার ভিউ হয়েছে