জলঢাকায় বিজয় দিবস উপলক্ষে টি২০ ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
৪ Views
আনোয়ার হোসেন, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের নির্দেশনায় জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে নীলফামারীর জলঢাকা উপজেলায় বিজয় দিবস আন্তঃস্কুল টি২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলা শেষে দুই ফাইনালিস্ট ও গ্রামীণ খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আজ সোমবার (১৬ ডিসেম্বর) সকালে আলহাজ্ব মোবারক হোসেন অনির্বাণ বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয় মাঠের ফাইনাল খেলায় সবুজ দল ৩ উইকেটে লাল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এর আগে একইমাঠে গ্রামীণ খেলাধুলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু তাহের মোঃ কামরুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ৫০ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী রোকন। এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আশেকুর রহমান, উপজেলা স্কাউটস এর সাবেক সম্পাদক মর্তুজা ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিনসহ শিক্ষকবৃন্দ। পুরস্কার বিতরণী অনুষ্ঠান টি সঞ্চালনা করেন উপজেলা সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সিনিয়র শিক্ষক আব্দুল্লাহ। আলহাজ্ব মোবারক হোসেন অনির্বাণ বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ক্রিকেট টুর্নামেন্টে ৮টি দল ও গ্রামীণ খেলায় ৫ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।