শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
উখিয়ায় রোহিঙ্গা মাঝি হত্যা মামলায় গ্রেপ্তার-৩

উখিয়ায় রোহিঙ্গা মাঝি হত্যা মামলায় গ্রেপ্তার-৩

কায়সার হামিদ মানিক,স্টাফ রিপোর্টার কক্সবাজার।  কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৮ এর হেড মাঝি আজিম উদ্দিন হত্যার মামলার তিন আসামীকে গ্রেপ্তার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।
গ্রেফতারকৃতরা হলো- ক্যাম্প-১৯, ব্লক এ/৮ এর বাসিন্দা মৃত মোঃ সলিমের ছেলে মোঃ হাসিম (৪০), ব্লক- ডি/৬, ক‌্যাম্প-১৬ এর আব্দুল হা‌কিমের ছেলে মো: জা‌বের (৩২) ও ব্লক-‌সি/৬, ক‌্যাম্প-১৬ এর মৃত আবুল কা‌সিমের ছেলে মো: ই‌লিয়াছ (৪০)।
শুক্রবার (১০ জুন) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে শনিবার দুপুরে জানিয়েছেন ৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোঃ কামরান হোসাইন।
তিনি জানান, মামলার অন্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃতদের উখিয়া থানার মাধ্যমে আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, গত ৯ জুন দিবাগত রাত ৯ টার দিকে ক্যাম্প-১৮ এর বি ব্লকের হেড মাঝি আজিম উদ্দিনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
এ ঘটনায় নিহতের স্ত্রী সমসিদা (৩৬) বাদী হয়ে ১৫ জনের বিরুদ্ধে উখিয়া থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-৫২।
মামলায় অজ্ঞাত আসামি রয়েছে আরো ২০ জন।
৩৬ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS