সেনবাগে ছাঁদ থেকে পড়ে শিশুর মৃত্যু

সেনবাগে ছাঁদ থেকে পড়ে শিশুর মৃত্যু

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী নোয়াখালী প্রতিনিধি ; নোয়াখালীর সেনবাগে ছাঁদ থেকে পড়ে সাদিয়া আক্তার (৪) বছরের এক শিশু মৃত্যু হয়েছে। সাদিয়া সেনবাগ উপজেলার ২ নং কেশারপাড় ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বীরকোট হাজ্বী বাড়ির খায়রুল ইসলাম সবুজের মেয়ে।
স্থানীয় কেশারপাড় ইউিিনয়নের চেয়ারম্যান আবদুল হক সূমন জানায়,রবিবার দুপুরে হাজ্বী বাড়ির সবুজের স্ত্রীর বিল্ডিংয়ের ছাঁদে রোদে ধান শুকাতে দেয়। দুপুর ২ টার দিকে ছাঁদে বসেই সকলে মিলে ভাত খেতে বসে। এসময় মেয়ে সাদিয়া পরিবারের অজান্তে চাঁদে রিলিং না থাকায় কিনারে গেলে পা সিটকে নিছে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। এসময় বাড়ির লোকজন মেয়েটিকে দ্রæত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। শিশুটির মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।এব্যাপারে যোগাযোগ করেেল সেনকাগ থানার অফিসার ইনচার্জ(ওসি)এস.এম.মিজানুর রহমান জানান বিষয়টি কেউ থানায় অবহিত করেনী।

৫৫ বার ভিউ হয়েছে
0Shares