শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

নোয়াখালীতে ট্রাক চাপায় নিহত ২,আহত ৩

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী  নোয়াখালী  প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় চরবাটা ইউপির চিরগী বাজার এলাকায় ট্রাক চাপায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছে । এ ঘটনায় আরো তিনজন সিএনজি যাত্রী গুরুত্বর আহত হয়েছে।
নিহতরা হলো সবুজ (৪৫) ও জুবাইদা (৫০)। তাঁরা ২জনই সুবর্ণচর উপজেলার বাসিন্দা বলে জানা যায়।বৃহস্পতিবার (৫ মে) রাত ৮টার দিকে সদর উপজেলার চিরগী বাজার ্এলাকায়  ওই ঘটনাটি ঘটেছে। বিষয়টি নিশ্চিত করে সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন।
স্থানীয়রা জানায়, সুবর্ণচর উপজেলার বাসিন্দা সবুজ মিয়ার (৪৫) মেয়ে বিয়ের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৭ মে। পরিবারের সিন্ধান্ত অনুযায়ী সে বৃহস্পতিবার দুপুরের দিকে মেয়ের বিয়ের বাজার করতে যায় জেলা শহর মাইজদীতে যায়, বাজার শেষে বিয়ের অনুষ্ঠানের বাজার নিয়ে মাইজদী থেকে সুবর্ণচর উপজেলায় চরবাটা তোতার বাজার এলাকায় বাড়ি ফেরার পথে সিএনজি চালিত অটোরিকশাটি চিরিগী  বাজার পৌঁছলে পেছনের দিক থেকে একটি দ্রুতগতির ট্রাক সিএনজিটিকে   চাপা দিলে সবুজ (৪৫) জুবাইদা (৫০) নামের এক নারীও ঘটনাস্থলে মারা যায় ।
৮০ বার ভিউ হয়েছে
0Shares