বোদায় আন্ত ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলা শুরু
৪৮ Views
বোদা পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদায় আন্ত ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলা শুরু হয়েছে। আজ শনিবার বিকেলে বোদা সদর ইউনিয়নের সনকাইপাড়া কৃষি মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই খেলার উদ্বোধন করেন বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের গভার্নমেন্ট রিলেশন কমিটির ডেপুটি চেয়ারম্যান ফরহাদ হোসেন আজাদ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির, সহকারী কমিশনার (ভুমি) এস এম ফুয়াদ, ইউপি চেয়ারম্যান অখিল চন্দ্র ঘোষ সিসা, ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দীক মহব্বত, উপজেলা ছাত্রদলের আহবায়ক রায়হানুল আলম প্রধান রিয়েলসহ অনেকে।
খেলায় অংশগ্রহণ করেন বোদা সদর ইউনিয়ন দল এবং কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়ন দল। টুর্ণামেন্টে উপজেলার দশটি ইউনিয়ন ও একটি পৌরসভা মোট ১১ টি ফুটবল দল খেলায় অংশ নিচ্ছে।