শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

বগুড়া সদর ভূমি আফিসের প্রভাস চন্দ্র ও খারিজ সহকারী হাবিবুল্লাহ’র বিরদ্ধে গ্রাহক হয়রানীর অভিযোগ।।

বগুড়া সদর ভূমি আফিসের প্রভাস চন্দ্র ও খারিজ সহকারী হাবিবুল্লাহ’র বিরদ্ধে গ্রাহক হয়রানীর অভিযোগ।।

বগুড়া প্রতিনিধিঃ-
বগুড়া সদর ভূমি অফিসের খারিজ সহকারী হাবিবুল্লাহ’র বিরুদ্ধে গ্রাহক হয়রানীর ব্যপক অভিযোগ উঠেছে। সে মিউটেশান করতে আসা মিস-কেস দায়েরকারী আগত গ্রাহকদের নিকট হতে অফিসের উর্ধ্বতন কর্মকর্তার নাম ভাঙ্গিয়ে কৌশলে নীরিহ গ্রাহকদের নিকট হতে মোটা অংকের উৎকোচ আদায় করে অবৈধ টাকার পাহাড় গড়ে তুলেছে বলে তার অফিসের একটি সূত্র জানিয়েছে।

তার গ্রাহক হয়রানীর ঘটনা অফিসের সবাই জানে কিন্তু অজ্ঞাত কারণে তার বিরুদ্ধে কেও মুখ খুলতে সাহস পায় না। সে ভূমি অফিসের মিস-কেসের দায়িত্ব পালন করে থাকে। সে তার চাহিদা’মাফিক গ্রাহকের নিকট হতে উৎকোচের টাকা না পেলে মিস-কেসের নামে আগত গ্রাহকগণ’কে মাসের পর মাস ঘুরাইয়া উর্ধ্বতন কর্মকর্তাকে ভুলভাল বুঝাইয়া উক্ত মিস-কেস’গুলো বাতিল করাইয়া নেয়। নিরুপায় হয়ে ভুক্তভোগি ভূমি মালিকগন তাকে উৎকোচ দিয়ে উক্ত মিস-কেস’গলো পূণরায় দাখিল করতে বাধ্য হয়।

সে সদর অফিসে চাকুরী করাকালীন তার বিরুদ্ধে এধরনের হাজারো অভিযোগ রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কিছু কর্মচারী জানিয়েছে, হাবিবুল্লাহ’র প্রধান সহযোগী হিসেবে প্রভাস নামের আরো এক ব্যক্তি ওই ঘটনার সাথে জড়িত রয়েছে। বগুড়া সদর ভূমি অফিসের মিস-কেসের নামে আগত গ্রাহকদের হয়রানী বন্ধে খারিজ সহকারী হাবিবুল্লাহ ও প্রভাসকে অন্যত্র বদলী করার প্রয়োজন বলে ভুক্তভোগিরা জানিয়েছে।

খারিজ সহকারী হাবিবুল্লাহ শহরের আভিজাত্য এলাকায় একটি বহুতল ভবনের ৪র্থ তলায় ৪৫’লক্ষ টাকা দিয়ে একটি ফ্ল্যাট বাসা ক্রয় করে বতর্মানে তাতে সে বসবাস করছে বলে জানাগেছে।

তার অত্যাচারে অতিষ্ট হয়ে কতিপয় ভূমি মালিক প্রেস কনফারেন্স করার প্রস্তুতি নিচ্ছে বলে হয়রানীগ্রস্থ গ্রাহকদের একটি সূত্র জানিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র জনতা দেশ থেকে ঘুষদুর্নীতি বন্ধ করার জন্য তাদের বুকের তাজা রক্ত ঝরালেও সরকারী অফিস আদালত গুলোতে এখনও দুর্নীতির মহাৎসোব চলছে।

বগুড়া সদর ভূমি অফিসের দুর্নীতিবাজ কর্মচারী হাবিবুল্লাহ ও প্রভাসে বিরুদ্ধে কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহযোগীদের সাথে নিয়ে স্থানীয় ভূমি মালিকেরা যে কোনো মুহুর্তে অভিযান পরিচালনা করতে পারে বলে একটি সূত্র জানিয়েছে।

২১ বার ভিউ হয়েছে