শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

গুরুদাসপুরে বসত ঘরের মেঝে খুঁড়ে ২৪টি বাচ্চা সহ মা গোখরা

গুরুদাসপুরে বসত ঘরের মেঝে খুঁড়ে ২৪টি বাচ্চা সহ মা গোখরা

 ইসাহাক আলী, নাটোর. ২৮ জুলাই- নাটোরের গুরুদাসপুরে এক কৃষকের বসত ঘরের মেঝে খুড়ে বের করা হয়েছে ২৪টি বাচ্চা সহ মা গোখড়া। তবে কোদালের আঘাত ও গণ পিটুনিতে মারা গেছে সবগুলো সাপ।

 গুরুদাসপুর পৌর এলাকার আনন্দনগর মহল্লার কৃষক সৈয়দ আলী জানান,মঙ্গলবার রাতে ঘুমিয়ে থাকা অবস্থায় তার মেয়েকে সাপে কাটে। ওঝার মাধ্যমে চিকিৎসা করার পর ঘরের মেঝেতে সাপের অস্বিত্ব টের পান তিনি। পরে বুধবার সন্ধ্যার দিকে সাপের সন্ধানে কোদাল দিয়ে মেঝে খুড়তে খুড়তে একে একে ২৪টি গোখরা সাপের বাচ্চা পাওয়া যায়। তবে কাদালের আঘাতে সবগুলো মারা যায়। এর পর মা সাপ বের হয়ে এলে ভয়ে গণপিটুনি দিয়ে সেটিকে মেরে ফেলে স্থানীয় লোকজন। পরে মৃত সাপগুলো মাটি চাপা দেয়া হয়। সাপ না মেরে সেগুলোকে চলে যেতে দেয়া অথবা বন বিভাগকে জানানোর পরামর্শ দিয়েছেন পরিবেশ কর্মি নাজমুল হাসান।

বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS