শুক্রবার- ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

যুদ্ধ বন্ধে বৈঠকে বসার ফের আহ্বান জানালেন জেলেনস্কি

যুদ্ধ বন্ধে বৈঠকে বসার ফের আহ্বান জানালেন জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি যুদ্ধ বন্ধে বৈঠকে বসতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আবারো আহ্বান জানিয়েছেন।
ইউক্রেনের রাজধানীর কেন্দ্রস্থলে শনিবার এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, যিনি এই যুদ্ধ শুরু করেছেন তার পক্ষেই সম্ভব এটি শেষ করার।

জেলেনস্কি আরো বলেন, যদি উভয়ের এই সাক্ষাত রাশিয়া ও ইউক্রেনকে শান্তি স্থাপনের দিকে নিয়ে যায় তবে তিনি পুতিনের সাথে বসতে ভয় পান না।
প্রথম থেকেই রুশ প্রেসিডেন্টের সাথে সরাসরি বৈঠকে বসার জন্যে জেলেনস্কি আহ্বান জানিয়ে আসছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, এটি এমন নয় যে আমি তার সাথে সাক্ষাত করতে চাইছি। বিষয়টি হলো কূটনৈতিক উপায়ে সমস্যার সমাধান করা।
এদিকে জেলেনস্কি আবারো সতর্ক করে বলেছেন, মারিওপোলের অবরুদ্ধ ইষ্পাত কারখানার বাদবাকী সৈন্যদের রাশিয়া হত্যা করলে তারা আর আলোচনায় বসবেন না।
১২ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS