ধামইরহাটে ২শতাধিক শীতার্তদের মাঝে আস সুন্নাহ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে আস সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ২ শতাধিক শীতার্ত অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ২১ ডিসেম্বর বেলা ১১ টায় ধামইরহাট সিদ্দিকিয়া ফাজিল মাদরাসায় ২ শত ১০ জন অসহায়দের মাঝে একটি করে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। আবু সালেহ মুন্নার সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত র্ছিলেন আস সুন্নাহ ফাউন্ডেশনের ধামইরহাট থানা প্রতিনিধি আব্দুল্লাহ আল মুকিত, সদস্য জয়নুল আবেদিন, উপজেলা জামায়াতের নায়েবে আমির ও ওলামা বিভাগের উপজেলা সভাপতি মাওলানা আতোয়ার রহমান, পৌর জামায়াতের আমির ইঞ্জিনিয়ার ইসমাইল হোসেন, ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম, আল ইত্তেহাদ ফাউন্ডেশনের সভাপতি আব্দুল্লাহ বিন বেলাল প্রমুখ।
আস সুন্নাহ ফাউন্ডেশনের ধামইরহাট থানা প্রতিনিধি আব্দুল্লাহ আল মুকিত জানান, আমাদের ফাউন্ডেশনের সভাপতি শায়েখ আহমাদুল্লাহ’র নেতৃত্বে সারাদেশে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।