বুধবার, ১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

হাকিমপুরের যথাযথ মর্যাদায়  মহান বিজয় দিবস পালিত

হাকিমপুরের যথাযথ মর্যাদায়  মহান বিজয় দিবস পালিত

Views
মাহবুব হোসেন মেজর দিনাজপুর জেলা প্রতিনিধিঃ  আজ  সারা দেশের ন্যায় দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদ চত্বরে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
আজ সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির পর স্বাধীনতাযুদ্ধে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে ‘সম্মুখ সমরে’ পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা হয়।
এরপর সকল শহীদদের স্বরণে উপজেলা প্রশাসন, হাকিমপুর , উপজেলা বিএনপি, পৌর বিএনপি যুবদল, ছাত্রদল  স্বেচ্ছাসেবক দল সহ বিএনপি বিভিন্ন অঙ্গ সংগঠন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়, হাকিমপুর ও  ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আ ন ম নিয়ামত উল্লা, হাকিমপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সুজন মিঞা, হাকিমপুর উপজেলা বিএনপি সভাপতি মোঃ ফেরদৌস রহমান, হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক হাকিমপুর পৌর মেয়র মোঃ সাথাওয়াত হোসেন শিল্পী,  পৌর বিএনপি, যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল ও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ, হাকিমপুর উপজেলা জামাতের আমির মোঃ আমিনুল ইসলাম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Share This

COMMENTS