ধামইরহাটে উপজেলা প্রশাসন কর্তৃক বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত


ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে বাংলা নববর্ষ ১৪২৫ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ধামইরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে ১০ এপ্রিল বিকেল ৩টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ জেসমিন আক্তার। সভায় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার অভিজিৎ কুমার কুন্ডু, খাদ্য নিয়ন্ত্রক মামুন অর রশীদ, যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, সমাজসেবা অফিসার এ টি এম ফসিউল আলম, ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম, গোলাম কিবরিয়া, উপজেলা বিএনপি নেতা বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হানজালা, পৌর বিএনপি সভাপতি শহিদুর রহমান সরকার, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, উপজেলা বিএনপি সাবেক সম্পাদক এম,এ,ওয়াদুদ, যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম লিটন, বীর মুক্তিযোদ্ধা মোকছেদ আলী, বৈষম্য বিরোধী ছাত্রনেতা রিফাতুল হাসান চৌধুরী সৈকত, সাজিদ বিল্লাহ, ধামইরহাট প্রেস ক্লাব সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক রাজু, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ মালেক, ওয়ার্ল্ড ভিশন প্রতিনিধি নাথন চৌকিদার এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও বিভিন্ন শ্রেণী -পেশার মানুষ প্রস্ততি সভায় অংশ গ্রহণ করে। সমাজের সকলের অংশগ্রহনে সতস্ফুর্ত ও সু-শৃংখল ভাবে নববর্ষ পালনে কয়েকটি উপ-কমিটি করে দায়িত্ব বন্টন করে দেয়া হয়।