মঙ্গলবার- ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
বাঁশখালীতে ৩য় পর্যায়ে ১৫ ভূমিহীন গৃহহীন পরবারকে ঘর প্রদান করা হবে।

বাঁশখালীতে ৩য় পর্যায়ে ১৫ ভূমিহীন গৃহহীন পরবারকে ঘর প্রদান করা হবে।

এনামুল হক রাশেদী, বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধিঃ  “মুজিববর্ষে একজন মানুষও গৃহহীন থাকবেনা” মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের “আশ্রয়ন-২” প্রকল্পের আওতায় ২য় পর্বের তয় পর্যায়ে বাঁশখালী উপজেলার ১৫ টি ভূমিহীন গৃহহীন পরিবারকে ২ শতাংশ জমিসহ সরকারী অর্থায়নে নির্মিত ঘর প্রদান করা হবে। উপজেলায় কর্মরত সকল গনমাধ্যম কর্মিদের সাথে এক প্রেসব্রিফিং অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী এ তথ্য জানান।
১৯ জুলাই’২২ ইং মঙ্গলবার বিকাল ৫ টার সময় উপজেলা প্রশাসন আয়োজিত বাঁশখালী উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত প্রেসব্রিফিং অনুষ্ঠানটি সঞ্চালন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মাহমুদুল হাসান, সভাপতি হিসাবে উপস্থিত থেকে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন উপজেলা নির্বাহি অফিসার সাইদুজ্জামান চৌধুরী। বিশেষ অথিতি ছিলেন, উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা উম্মুল ফারা বেগম তাজকিরা।
উপজেলা নির্বাহি কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, বাঙ্গালী জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধ বিদ্ধস্ত নবীন বাংলাদেশে ১৯৭২ সালে নোয়াখালী সফরে গিয়ে সর্বপ্রথম আশ্রয়হীনদের পুনর্বাসন কর্মসুচী শুরু করেছিলেন, সেই ধারাবাহিকতায় তাঁরই সুযোগ্য কন্যা জননেত্রি শেখ হাছিনা ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর ১৯৯৭ সালে আশ্রয়ন-২ প্রকল্পের মাধ্যমে ভূমিহীন গৃহহীনদের ২ শতাংশ জমি সহ সম্পুর্ন সরকারী অর্থায়নে পাকা ঘর নির্মান করে ঘর প্রদানের মাধ্যমে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেন। সেই কর্মসুচীর অংশ হিসাবে ২য় পর্বের ১ম পর্যায়ে পৌরসভা ও পুকুরিয়া ইউনিয়নে ৪৭ টি, ২য় পর্যায়ে ১৪ টি এবং ৩য় পর্যায়ে চাম্বল ও খানখানাবাদ ইউনিয়নে ১৩৫ টি ভুমিহীন গৃহহীন পরিবারকে ঘর বরাদ্ধ দেওয়া হয়। ৩য় পর্যায়ের ১৩৫ টি ঘরের মধ্যে ১২০ টি ঘর গত ২৬ এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী ভার্চুয়্যালী উদ্বোধনের মাধ্যমে সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীর মাধ্যমে হস্তান্তর করেন, বাকি ১৫ টি ঘর ২১ জুলাই হস্তান্তর করা হবে। বাঁশখালী উপজেলার প্রত্যন্ত জনপদের নিরেট ভূমিহীন গৃহহীনদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার স্বরুপ ২ শতাংশ জমি ঘর বরাদ্ধ প্রক্রিয়ায় সার্বিক সহযোগিতার জন্য ইউএনও সাইদুজ্জামান চৌধুরী স্থানীয় সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী, বীর মুক্তিযোদ্ধা, সরকারী কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। উল্লেখ্য জনাকীর্ন এই প্রেস ব্রিফিংয়ে বাঁশখালী প্রেসক্লাবের সভাপতি উজ্বল বিশ্বাষ, সাধারন সম্পাদক জসিম উদ্দিন, যুগ্ম সম্পাদক এনামুল হক রাশেদী, কোষাধ্যক্ষ মিরাজ হোসাইন, দফতর সম্পাদক মোহাঃ এরশাদ, জুবায়ের হোসাইন, অনুপম দে, কল্যান বড়ুয়া মূক্তা, শাহ মোহাম্মদ শফিউল্লাহ, আব্দুল জব্বার, আব্দুল মতলব কালু, তাফহিমুল ইসলাম প্রমুখঃ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
২০ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS