বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ধামইরহাটে ভূমি ও গৃহহীনদের ঘরপ্রদান উপলক্ষে সংবাদ সম্মেলন

ধামইরহাটে ভূমি ও গৃহহীনদের ঘরপ্রদান উপলক্ষে সংবাদ সম্মেলন

ধামইরহাট(নওগাঁ) প্রতিনিধি-
নওগাঁর মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উদ্যোগে ধামইরহাটে ভূমিহীন ও গৃহহীনদের ঘর প্রদান উপলক্ষে সংবাদ সম্মেলন করা হয়েছে। ১৮ জুলাই দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও গনপতি রায় সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানান। তিনি বলেন, ৩য় ধাপের ৫টি ও ৪র্থ পর্যায়ে ৩০টি মোট ৩৫টি ঘর, উপজেলার সাড়াইল মৌজায় ১টি,নানাইচ মৌজায় ১০, হরিতকীডাঙ্গা ও ভগবানপুরে ২৪টি ঘরের দলিল ও নতুন বাড়ী আগামী ২১ জুলাই হস্তান্তর করা হয়েছে। অনুষ্ঠানে উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক মোজাম্মেল হক, নুরুল ইসলাম, ধামইরহাট প্রেস ক্লাব সভাপতি আব্দুল আজিজ, সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল বাবু, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু মুছা স্বপন, সাংবাদিক পাস্কায়েল হেমরম, জাহিদ হাসান, আমজাদ হোসেন, আনিছুর রহমান, সুফল চন্দ্র বর্মন প্রমুখসহ অন্যান্য সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

৮১ বার ভিউ হয়েছে
0Shares