বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ধামইরহাটে সরকারি এম এম কলেজ ছাত্রলীগের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

ধামইরহাটে সরকারি এম এম কলেজ ছাত্রলীগের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ ছাত্রলীগ, ধামইরহাট সরকারি এম এম কলেজ শাখা’র নব-নির্বাচিত কমিটির উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। ১০ জুন বিকেল ৪ টায় সরকারি এম এম কলেজ ছাত্রলীগের সদ্য নির্বাচিত সভাপতি মো. সৌরভ বাবুর সভাপতিত্বে সম্পাদক সুমন বাবু’র সঞ্চালনায় দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা শেষে একটি মিছিল দলীয় কার্যালয় হতে উপজেলা চত্বরে প্রবেশ করে। সেখানে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুষ্পাঘ্য অর্পন করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ওসাবেক সফল উপজেলা চেয়ারম্যান মো. দেলদার হোসেন। এ সময় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, শাহজাহান আলী, দপ্তর সম্পাদক আবু তালেব, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইনজামামুন হক সরকার শিবলী, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাবুবুর রহমান, স্বেচ্ছাসেবকলীগ নেতা নাজমুল হোসেন, পৌর যুবলীগ সম্পাদক মাহবুব আলম বাপ্পী, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান হোসাইন, সম্পাদক আহসান হাবীব পান্নু, পৌর ছাত্রলীগের সম্পাদক আনন্দ কুমার শীলসহ কলেজ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. মুরাদুজ্জামান ইমন,সাংগঠনিক সম্পাদক একে নোমানসহ নতুন কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

১০৩ বার ভিউ হয়েছে
0Shares