বাঘায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
৪ Views
বাঘা (রাজশাহী) প্রতিনিধি :রাজশাহীর বাঘায় বিজয় সরদার নামে এক যুবক ট্রাকের সাথে ধাক্কা খেয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। রোববার (২ ফেব্রুয়ারী) বেলা ৩ টার দিকে আড়ানী-পুঠিয়া সড়কের ফুলতলা বাসুদেবপুর স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বিজয় সরদার আড়ানী পৌরসভার গোচর গ্রামের লোকি উদ্দিন সরদারের ছেলে।
জানা যায়, রোববার দুপুরে নিজ বাড়ি থেকে বিজয় সরদার (২০) মোটরসাইকেল নিয়ে পুঠিয়ার দিকে যাচ্ছিলেন। এমন অবস্থায় আড়ানী-পুঠিয়া সড়কের ফুলতলা বাসুদেবপুর নামক স্থানে পৌঁছলে ট্রাকের সাথে ধাক্কা লেগে তিনি রাস্তায় ছিঁটকে পড়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে ঘাতক ট্রাকটিকে কেউ আটক করতে পারেনি বলে জানা গেছে।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আফম আসাদুজ্জামান বলেন, এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ করলে ব্যবস্থা নেয়া হবে।