শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ধামইরহাটে টেলিমেডিসিন সেবা বিষয়ে অবহিতকরণ সভা

ধামইরহাটে টেলিমেডিসিন সেবা বিষয়ে অবহিতকরণ সভা

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক অনুমোদিত হিউম্যান হেলথ হেল্প প্রকল্পের টেলিমেডিসিন কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২ জুন বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কর্মসূচির বাস্তবায়নকরী সংস্থা লাষ্টার এনজিওর নির্বাহী পরিচালক মো. হাসানুজ্জামান এর সভাপতিত্বে অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়, মেডিকেল অফিসার নিয়াজ মোস্তাক চৌধুরী, হিউম্যান হেলথ হেল্থ টেলিমেডিসিন এর মাকেটিং ডিএমডি মো. সেলিম রেজা, লাস্টার ভিজিডি প্রজেক্টের ব্যবস্থাপক সাদ্দাম হোসেন, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকের সাখে সরাসরি কথা বলে অনলাইনেই প্রেসক্রিপশন গ্রহণ করতে পারবেন, দরিদ্রদের জন্য সম্পূর্ণ ফ্রি ও মধ্যবৃত্তরা নামমাত্র মুল্যে বিভিন্ন প্যাকেজের মাধ্যমে ২৪ ঘন্টা চিকিৎসা সেবা ঘরে বসেই গ্রহণ করতে পারবেন বলে সংস্থার নির্বাহী পরিচালক জানান।

৯০ বার ভিউ হয়েছে
0Shares