বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ধামইরহাটে মাদরাসার গভর্ণির বডির সভাপতি হলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা

ধামইরহাটে মাদরাসার গভর্ণির বডির সভাপতি হলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা

আবু মুছা স্বপন স্বপন, নিজস্ব প্রতিবেদক, ধামইরহাট.
নওগাঁর ধামইরহাটে ফার্শিপাড়া মোজাফফর রহমানিয়া দাখিল মাদ্রাসার গভর্নিং বডির নির্বাচনে ২য় বার সভাপতি নির্বাচিত হয়েছেন ধামইরহাট উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা। এই খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন ভাবে খুশির আমেজ ছড়িয়ে পড়ে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের মাঝে। অনেক জায়গায় মিস্টি বিতরণও করতে দেখা গেছে। চলতি সপ্তাহে অনুষ্ঠিত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রিজাইটিং অফিসারের দায়িত্বপ্রাপ্ত উপজেলা একাডেমিক সুপার ভাইজার কাজল কুমার সরকার জানান, উপস্থিত অভিভাবক সদস্যগণের শতভাগ কণ্ঠভোটে আগামী ২ বছরের জন্য সভাপতি নির্বাচিত হন ধামইরহাট উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা। এ সময় মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. মতিউর রহমানসহ অন্যান্য শিক্ষক-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
২য় বার নির্বাচিত সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা জানান, সকল শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী নির্বাচিত অভিভাবক সদস্যগণ, শিক্ষক প্রতিনিধিরা আমাকে ২য় বার যে গুরু দায়িত্ব দিয়েছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং মাদরাসার শিক্ষার গুনগত মান বৃদ্ধিতে আমি প্রাণপন চেষ্টা করে যাবো।

২১৯ বার ভিউ হয়েছে
0Shares