মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বীরগঞ্জে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত

বীরগঞ্জে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত

Views

বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি:  দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ১৬তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকালে কবি নজরুল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে দিনাজপুর কো-অপারেটিভ ক্রেডিট লীগ অব বাংলাদেশ লি: (কাল্ব) এর সহযোগিতায় সংগঠনের সভাপতি ও নিজপাড়া গ্রামডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন,জেলা সমবায় অফিসার মো: আব্দুস সবুর।

বিশেষ অতিথি ছিলেন জেলার উপ-নিবন্ধক মোস্তাফিজুর রহমান, কাহারোল উপজেলা সমবায় অফিসার মো: সাওয়ার মোর্শেদ, বীরগঞ্জ উপজেলা সমবায় অফিসার আহাদ আলী মন্ডল, বীরগঞ্জ উপজেলা-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর চেয়ারম্যান আব্দুল বাসেদ।অন্যান্যদের মধ্যে কবি নজরুল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সুজালপুর ইউপির চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম,খানসামা উপজেলা অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর চেয়ারম্যান মো: মাজেদুল হক, খানসামা উপজেলা অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর সাবেক চেয়ারম্যান মো: আমিনুল ইসলাম, জেলা ক্লাস্টার প্রতিনিধি পরিষদের চেয়ারম্যান মো: জয়নাল আবেদীন, জেলা ক্লাস্টার প্রতিনিধি পরিষদের সেক্রেটারি একরাম হোসেন তালুকদার প্রমুখ।

সভায় সংগঠনের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব পড়ে শোনান  উপজেলা অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর সেক্রেটারি মো: শরিফুল ইসলাম। শেষে বীরগঞ্জ উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ত্রি -বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে ৬ পদের মধ্যে চেয়ারম্যান পদে ও ট্রেজারার পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় পূর্বের নিজপাড়া গ্রামডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সফিকুল ইসলামকে সভাপতি ও প্রতাপ চন্দ্র রায় কে ট্রেজারার  নির্বাচিত ঘোষণা করা হয়।

পরিষদের নব নির্বাচিত অন্যান্যরা হলেন, মশিউর রহমানকে সহ-সভাপতি, মিজানুর রহমান কে সাধারণ সম্পাদক, জাহাঙ্গীর আলমকে সদস্য এবং আবু তাহের হোসেনকে উপজেলা ব্যবস্থাপক নির্বাচিত করা হয়। নির্বাচনে ১২৭৭ জন ভোটারের মধ্যে ১১১০ জন তাদের ভোট প্রদান করেছেন। ৬টি পদের মধ্যে সহ-সভাপতি ২ জন, সেক্রেটারি পদে ২ জন ও ডিরেক্টর পদে ৪ জন মোট ৮ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Share This

COMMENTS