শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সেনবাগে বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে ২৯জন চেয়ারম্যান, ১৪০ সাধারণ ও ৩৩ জন সংরক্ষিত ওয়ার্ডে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

সেনবাগে বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে ২৯জন চেয়ারম্যান, ১৪০ সাধারণ ও ৩৩ জন সংরক্ষিত ওয়ার্ডে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

 জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী,নোয়াখালী প্রতিনিধি : আগামী ১৫ জুন শেষ ধাপে অনুষ্ঠেয় নোয়াখালীর সেনবাগ উপজেলার তিনটি ইউনিয়নের ইউপি নির্বাচনে প্রতিদ্ব›িদ্ধ প্রার্থীরা বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে মোটরসাইকেল ও সিএনজি শোভাযাত্রা সহকারে তাদের কর্মী সর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। মঙ্গলবার সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত ৩টি ইউনিয়নে ২৯জন চেয়ারম্যান, ১৪০ সাধারণ ও ৩৩ জন সংরক্ষিত ওয়ার্ডে ৩৩জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন।

এরমধ্যে ৫নং অর্জুনতলা ইউনিয়নের আওয়ামীলীগের নৌকা মার্কার প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবদুল ওহাব বিএসসি সহ ৮ জন চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছে। অন্যরা হচ্ছে, মোঃ সহেল, মোঃ এয়াছিন, মোঃ ছালেহ উদ্দিন, মোঃ গোলাম সারওয়ার, মির্জা সোলায়মান, সাখাওয়াত হোসেন রিপন, শাহাদাত হোসেন খান সাধন।

২নং কেশারপাড় ইউনিয়নের আওয়ামীলীগের নৌকা মার্কার প্রার্থী বর্তমান চেয়ারম্যান বেলাল ভূঁইয়া সহ ৯ জন চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছে। এরা হচ্ছে ,ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সাবেক চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক ভ‚ঁইয়া, শাহাদাত হোসেন, বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান আবদুল হক সুমন, মোঃ শহিদ উল্ল্যা,খন্দকার জামসেদ, মোঃ মোশারেফ হোসেন, শাহজাহান সিরাজ ও মামুন।

৭নং মোহাম্মদপুর ইউনিয়নের আওয়ামীলীগের নৌকা মার্কার প্রার্থী ফিরোজ আলম ভূঁইয়া রিগানসহ ১২ প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এরা হচ্ছে, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহ, মোঃ গিয়াস উদ্দিন, মোহাম্মাদ কামাল উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারী আবদুল হক, হুমায়ুন কবির, জামায়াত সমর্থিত আবুল খায়ের, শাহেদুল করিম স্বেচ্চাসেবকদল নেতা সহিদুল ইসলাম শিমুল, মোঃ নুরুল হুদা হোদন, ইউনিয়ন বিএনপি সেক্রেটারী একরামুল হক সোহাগ ও মোঃ ছালা উদ্দিন।

এছাড়াও কেশারপাড় ইউপির সাধারণ ওয়ার্ডে ৬০জন, সংরক্ষিত ওয়ার্ডে ১১জন। অর্জুনতলা ইউপির সাধারণ ওয়ার্ডে ৩৭ জন, সংরক্ষিত ওয়ার্ডে ৯ জন। মোহাম্মাদপুর ইউনিয়নের সাধারণ ওয়ার্ডে ৪৩ জন,সংরক্ষিত ওয়ার্ডে ১৩ জন।

উল্লেখ্য সেনবাগ উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার মধ্যে ৬টি ইউপি ও একটি পৌরসভায় নির্বাচন আগে অনুষ্ঠিত হয়ে গেছে। আগামী ১৫ জুন সেনবাগ উপজেলার বাকী ৩টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। শেষ ধাপে অনুষ্ঠিতব্য ওই ৩টি ইউপিতে নির্বাচনকে ঘিরে ওই এলাকার ভোটার সহ পুরো এলাকায় ব্যাপক আগ্রহ সৃষ্ঠি হয়েছে।

২৪ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS