শুক্রবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজশাহী কলেজে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে মারধর করে পুলিশে সোপর্দ

রাজশাহী কলেজে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে মারধর করে পুলিশে সোপর্দ

৪৮ Views

নাজিম হাসান,রাজশাহী থেকে : রাজশাহী কলেজে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে আটকের পর পুলিশের কাছে সোপর্দ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। গতকাল রোববার (৯ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে তাঁকে সন্দেহভাজন হিসেবে আটক করেন একদল শিক্ষার্থী। পরে বেলা সাড়ে তিনটার দিকে তাঁকে বোয়ালিয়া মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আগস্ট সরকারের পতনের আগে কলেজের মুসলিম ছাত্রাবাসের বি-ব্লকে থাকতেন তিনি। আটকের নাম আতিকুর রহমান। তিনি রাজশাহী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তাঁর গ্রামের বাড়ি বাগমারা উপজেলায়। প্রত্যক্ষদর্শীদের মতে, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে আতিক মুসলিম ছাত্রাবাসের বি-ব্লকের বাসিন্দা ছিল। তখন থেকেই সে শিক্ষার্থীদের ওপর বিভিন্ন ধরনের নির্যাতন ও হয়রানি চালিয়ে আসছিল। তার মোবাইল ফোন ঘেঁটে দেখা গেছে, সে এখনো নিয়মিত ছাত্রলীগের বিভিন্ন পোস্ট শেয়ার করে এবং সংগঠনটির বিভিন্ন গ্রুপের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছে। জানা গেছে, রোববার বেলা আড়াইটার দিকে আতিকুর রহমান মুসলিম ছাত্রাবাসের সামনে একটি চায়ের দোকানের সামনে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন শিক্ষার্থী তাঁকে চিনতে পেরে ধরে ছাত্রাবাসের একটি কক্ষে নিয়ে যান। সেখানে নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ ও মারধর করা হয়। একপর্যায়ে তাঁকে ছাত্রাবাসের সামনে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। পরে পুলিশে সোপর্দ করা হয়। ‎রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মু: যুহুর আলী বলেন, আমাকে ছাত্ররা ফোন দিয়েছিল, বলেছে একজন ছাত্রলীগ কর্মীকে সাধারণ শিক্ষার্থীরা ধরে আটকে রেখেছে। আমি তখন সঙ্গে সঙ্গে থানায় ফোন দিয়ে পুলিশ যেতে বলি। পুলিশ এসে তাকে থানায় নিয়ে গেছে। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ জানান, শিক্ষার্থীরা ছাত্রলীগকর্মী আতিকুরকে আটকে রেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাকে নিয়ে আসে। তার নামে মামলা করা হবে। এরপর সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Share This