ঘোড়াঘাটে বিএনপির শীতবন্ত্র বিতরন
আজহারুল ইসলাম সাথী ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে বেগম খালেদ জিয়ার রোগ মুক্তি কামনায় বাংলাদেশ জাতীয়বাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা ও পৌরসভা এলাকায় ২৩৪ টি ধর্মীয় প্রতিষ্ঠানে শীতবন্ত্র বিতরন করা হয়েছে। বিএপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন শনিবার (৪ জানুয়ারী) বিকাল ৩ টায় রাণীগঞ্জ সরকরী স্কুল এন্ড কলেজ মাঠে শীতবন্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঘোড়াঘাট পৌরসভাসহ উপজেলার মাদ্রাসা,এতিমখানা, মুন্দির, গীর্জা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে শীতবন্ত্র (কম্বল) বিতরন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ সভাপতি ও ঘোড়াঘাট উপজেলা বিএনপির সভাপতি শাহ মোঃ শামীম হোসেন চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, জেলা বিএনপির যুগ্ন-সাধারণ সম্পাদক ও ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন,উপজেলা বিএনপির সহ- সভাপতি মাহাবুবুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মাফুজুর রহমান লাবলু,পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন প্রমুখ।