শুক্রবার, ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, English Version

বাগমারায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

বাগমারায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় “মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, শিশুদের মাঝে চিত্রাংকন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগীতা এবং পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০মে) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এ কর্মসূচী পালন করা হয়। এসময় ভবানীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চিত্রাংকন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগীতা এবং পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম। উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলামের সঞ্চালনায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন, সহকারী শিক্ষা অফিসার মুঞ্জুরুল ইসলাম। এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ভবানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ আব্দুস সোবহান, গোয়ালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান, খাঁপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমিত্রা রানী মন্ডল, দেউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউল আলম, বুজরুক কৌড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, বাগমারা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ, সাবেক সভাপতি আফাজ্জল হোসেন, মামুনুর রশীদ মামুন প্রমূখ। এছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, রঞ্জন কুমার সূত্রধর, ভবানীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এলিশ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রউফসহ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।

১৬ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS