রবিবার- ৩০শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৬ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
<span class="entry-title-primary">টেকনাফের ইয়াবা সম্রাট  আজমত আলী</span> <span class="entry-subtitle"> দেশের বিভিন্ন স্হানে  মাদকে সয়লাভ করায় যুব সমাজ ধ্বংসের পথে</span>

টেকনাফের ইয়াবা সম্রাট  আজমত আলী  দেশের বিভিন্ন স্হানে  মাদকে সয়লাভ করায় যুব সমাজ ধ্বংসের পথে

 ষ্টাফ রিপোর্টারঃ আইন শৃংখলা বাহিনীর কঠোর নজরদারী থাকার পরেও  দুধর্ষ অসৎ সাহসে টেকনাফের মাদক সম্রাট ও মাদকের বড় ডিলার আজমত আলীর  ব্যাবস্যা বন্ধ হয়নি।  গোপনে রাতের আধারে  হাজার হাজার পিচ ইয়ার চালান এনে সয়লাভ করে দিচ্ছেন এই সেই আজমত আলী।
   রাজশাহী বগুড়া সহ দেশের বিভিন্ন স্হানে মাদক ব্যাবস্যা বেড়েই চলছে, এভাবে  ইয়াবা ব্যাবসায়ীদের নিকট হাজার হাজার পিচ ইয়াবা পৌছিয়ে দিচ্ছে টেকনাফের মাদক সম্রাট আজমত আলী।  সে দির্ঘ দিন থেকে এধরনেন হা
জার হাজার পিচ ইয়াবার চালান এনে এসব এলাকায় বিভিন্ন স্পোটে  সয়লাভ করে দিচ্ছেন। এভাবে ইয়াবার চালান  এনে যুব সমাজ দিন দিন ধ্বংসের পথে ধাপিত হচ্ছে। এই মাদক সম্রাট আজমত আলী রাজশাহীর বাঘা থানার পল্লী এক অজোপাড়া গ্রামে মাদক বিক্রয় করে যাওয়ার পথে স্হানীয়  সচেতন যুবকেরা গোপন তথ্যের ভিত্তিতে জানতে পেরে তাহাকে মৌখিক ভাবে মাদক বিক্রয় করা নিষেধ করা ও সাবধান করে দিলেও গোপনে সে দেশের বিভিন্ন স্হানে মাদক ব্যাবস্যা চালিয়ে ডাচ্ছে। ম্হানীয় যুবক কিশোর গন
  এই ইয়াবা সেবনের কারনে একদিগে যুব-সমাজ ধ্বংস হচ্ছে ,  আর একদিনের অনেকের সংসার ধ্বংস হচ্ছে। ইয়াবা সেবনের কারনে অনেক সংসারে স্বামি স্ত্রীর মাঝে কোন্দল লেগেই থাকে।   এমন কি তালাক প্রাপ্ত হয়েছে মাদক সেবন করার অপরাধে। ছোট ছোট শিশু বাচ্ছা এতিম হযে গেছে। আর এক দিগে পিতা মাতা, সস্তান কে  মাদকের টাকা না দেওয়াই এসব পিতা মাতাদেন উপর গালি গালাজ এমন কি   মারপিট করে থাকে। এসব পিতা মাতারা বাধ্য হয়ে স্হানীয়   প্রশাসনের দ্বারা মাদক সেবনের বা বিক্রেতার মামলা আইন শৃংখলা বাহিনী পুলিশ বিজিবি র‍্যাব সহ বিভিন্ন আইন শৃংখলা বাহিনীর হাতে তুলে দেন। কোন কোন পিতা মাতা  বিভিন্ন আবার বিভিন্ন মাদকা সক্ত নিরাময় কেন্দ্রে পাঠাতে বাধ্য হন। এভাবে এসব পিতা মাতারাও আর্থিক দিগদিয়ে ক্ষতি গ্রস্তো হচ্ছে।  আর এক দিগ দিযে আঙ্গুুল ফুলে কলাগাছ হয়ে যাচ্ছে মাদক ব্যাবসায়ী গন।  তাই এসব মাদক ব্যাবসায়ীর মাদক সম্রাট ও মাদক ডিলারের মুল হোতা মোঃ আজমত আলী (৩৫) পিতা- মোঃ কবির আহম্মেদ গ্রাম- হিলা থানা- টেকনাফ জেলা- কক্স বাজার কে জরুরি ভিত্তিত্বে গ্রেফতার করে  আর ও কে কে এসব ইয়াবার ডিলার এধরনের   ইয়াবা চালান সরবরাহ করেন ঐসব  ডিলারদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হলে এসব মাদক ব্যাবস্যা জিরো টলারে আসতে পারবে বলে মনে করেন সচেতন মহলবাসী।।
২৯৬ বার ভিউ হয়েছে
0Shares