শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সেনবাগে দুই শতাধিক অসহায়ের মাঝে কোরবানির গোস্ত বিতরণ

সেনবাগে দুই শতাধিক অসহায়ের মাঝে কোরবানির গোস্ত বিতরণ

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী ,নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে কোরবানি দিতে পারেনী এমন দুই শতাধিক অসহায় মানুষের মাঝে কোরবানির গোস্ত বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলার কেশারপাড় ইউপির খাজুরিয়া মজূমদার পাড়া এলাকাবাসীর উদ্যোগে ও সেনবাগ পৌরসভার ৮নং ওয়ার্ডের উত্তর সাহাপুর গ্রামের সাবেক কাউন্সিলর সাংবাদিক খোরশেদ আলমের তত্ত¡াবধানে দুই শতাধিক অসহায় ও দুস্থ লোকজনের মাঝে ওই গোস্তগুলো বিতরণ করা হয়।
খাজুরিয়া মজুমদার পাড়ার বাসিন্দা নুরনবী মজুমদারর জানান, তরা দীর্ঘ ৪০বছর ধরে মজুমদার পাড়া সমাজে যারা কোরবানি করতে পারেনী এমন ১১০ পরিবারের মাঝে ৩ কেজী করে গরুর গোস্ত বিতরণ করা হয়।
অপরদিকে সেনবাগ পৌরভার ৮নং ওয়ার্ডের নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তি পৌরসভার সাবেক কাউন্সিলর,সাংবাদিক খোরশেদ আলমের মাধ্যমে গত কয়েক বছর ধরে কোরবানি করতে পারেনী এমন শতাধিক অসহায় ও দুস্থ ব্যাক্তির জন্য একটি গরু কোরবানি করে দেড় কেজী করে গরুর গোস্ত কাউন্সিলর নিজে স্বেচ্ছাসেবক হিসেবে সরাসরি বাড়ি বাড়ি গিয়ে ওই গোস্তগুলো পৌছে দেন।

১৯ বার ভিউ হয়েছে
0Shares