বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
জমাজমির বিরোধের জেড়ে  পটুয়াখালীতে প্রতিপক্ষের হামলায় নারী পুরুষসহ আহত-৩

জমাজমির বিরোধের জেড়ে  পটুয়াখালীতে প্রতিপক্ষের হামলায় নারী পুরুষসহ আহত-৩

পটুয়াখালী প্রতিনিধি। পটুয়াখালীর গলাচিপায় জমাজমির বিরোধের জেড়ে প্রতিপক্ষের হামলায় নারী পুরুষসহ আহত তিন জন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের গুয়াবাড়িয়া গ্রামে এঘটনা ঘটে। আহতরা হলেন- আব্দুল মন্নার হাওলাদারের ছেলে নাসির হাওলাদার ও নজরুল ইসলাম এবং আবুল হোসেন হাওলাদারের সহধর্মিণী কুলসুম বেগম৷। আহতরা দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ মো. হাসেম হাওলাদারের ছেলে মিলন হাওলাদার গংদের সাথে জমা জমির বিরোধ চলে আসছে। বৃহস্পতিবার সকালে সাড়ে ৯টায় আব্দুল মতলেব হাওলাদারের পত্রিক সম্পত্তিতে কাজ করা কালিন সময় মিলন হাওলাদার সহ ৮/১০জন নারী পুরুষ হামলা চালায়। এতে  নাসির হাওলাদার ও নজরুল ইসলাম এবং কুলসুম বেগম আহত হলে স্থানীয়রা উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের ভর্তি দেন।
এবিষয়ে প্রতিপক্ষ মো.মিলন হাওলাদার এর ব্যক্তিগত মুঠোফোন বন্ধ থাকায় তার কোন বক্তব্য দেয়া সম্ভব হয়নি।
এবিষয়ে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফেরদৌস আলম খাঁনের সরকারি ফোনে কল দিলে রিসিভ না করার কারনে তার কোন বক্তব্য দেয়া সম্ভব হয়নি।
১১ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS