বুধবার- ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
গাবতলীতে চেক বিতরণকালে ডাঃ নাননু এমপি বরাদ্দের অর্থ নিয়ে কোন অনিয়ম করলে ব্যবস্থা।।

গাবতলীতে চেক বিতরণকালে ডাঃ নাননু এমপি বরাদ্দের অর্থ নিয়ে কোন অনিয়ম করলে ব্যবস্থা।।

 

আতাউর রহমান গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-৭ আসনের সংসদ সদস্য অধ্যাপক মোস্তফা আলম নাননু বলেছেন, বর্তমান আ.লীগ সরকার সারাদেশে রাস্তাঘাট, ব্রীজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাপকভাবে সমউন্নয়ন করছে। এরই ধারাবাহিকতায় গাবতলীতে গ্রামগঞ্জের রাস্তাঘাটসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়নের লক্ষ্যে অর্থ বরাদ্দ দেয়া হলো। বরাদ্দকৃত এই সরকারী অর্থ আপনারা যথাযথভাবে কাজে লাগাবেন। সেক্ষেত্রে কেউ কোন অনিয়ম করলে কিংবা উন্নয়ন প্রকল্পের কাজ যথাযথভাবে সম্পন্ন না করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
দূর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে গতকাল মঙ্গলবার বগুড়ার গাবতলী উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের আয়োজনে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও সংস্কার নির্বাচনী এলাকাভিত্তিক প্রকল্পের আওতায় বিভিন্ন প্রতিষ্ঠানের অনুকূলে ২য় পর্যায়ে ২৯টি প্রকল্পের বিপরীতে মোট ৩৭লাখ ১০হাজার টাকার চেক এবং ৩য় পর্যায়ে ২১টি প্রকল্পের বিপরীতে মোট ৩০লাখ টাকার চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। ইউএনও নুসরাত জাহান বন্যার সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম রাশেদ। এ সময় নাড়–য়ামালা ইউপি চেয়ারম্যান আব্দুল গফুরসহ বিভিন্ন প্রকল্পের প্রধানগণ উপস্থিত ছিলেন।

২৭ বার ভিউ হয়েছে
0Shares