মঙ্গলবার- ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
পত্নীতলায় লোকালয়ে হনুমান : উৎসুক জনতার দেখার জন্য ভীড়!

পত্নীতলায় লোকালয়ে হনুমান : উৎসুক জনতার দেখার জন্য ভীড়!

ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ) :লোকালয়ে দাফিয়ে বেড়াচ্ছে হনুমান! গ্রামে থেকে গ্রামে মাঠের পর মাঠ, এ গাছ হতে ও গাছ, বাড়ির চাল থেকে আরেক বাড়ির চালে ঘুরছে।  দেখতে খুব চমৎকার! উৎসুক জনতা দেখার জন্য ছুটাছুটি করছে।
১৮ এপ্রিল বৃহস্পতিবার সকালে নওগাঁর পত্নীতলা উপজেলার বাঁশবাড়ি গ্রামে অবস্থান করতে দেখা যায় হনুমানটি।
স্থানীয় সচেতন ব্যক্তিদের ধারণা, হনুমানটি পাশ্ববর্তী দেশ ভারতের বন হতে বাংলাদেশে প্রবেশ করেছে।
পত্নীতলা উপজেলা জীব বৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি সুমন কুমার শীল বলেন, হনুমানটিকে রক্ষায় ইতোমধ্যে জনসচেতনতা সৃষ্টি করা হয়েছে এলাকায়। এছাড়াও রাজশাহী বন বিভাগকে অবহিত করা হয়েছে।
বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS