মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
<span class="entry-title-primary">ধামইরহাটে বুদ্ধিজীবি দিবস উদযাপিত</span> <span class="entry-subtitle">বুদ্ধিজীবিদের শ্রদ্ধাভরে স্মরণ</span>

ধামইরহাটে বুদ্ধিজীবি দিবস উদযাপিত বুদ্ধিজীবিদের শ্রদ্ধাভরে স্মরণ

ধামইরহাট (নওগা) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপিত হয়েছে।ধামইরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪ ডিসেম্বর বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে ইউএনও আরিফুল ইসলামের সভাপতিত্বে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন ধামইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাহার আলী। মুক্তিযুদ্ধের চুড়ান্ত বিজয়ের প্রাক্কালে দেশকে মেধাশুন্য করতে পাকিস্থানি হানাদার বাহিনী ও স্বাধীনতা বিরোধীরা যে বর্বরোচিত হামলা চালিয়ে ছিল তারই আলোকপাত করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. দেলদার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানা, ওসি মোজাম্মেল হক কাজী, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার আব্দুর রউফ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ফরহাদ হোসেন, কৃষি অফিসার তৌফিক আল জুবায়ের, উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ, যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান, মহিলা বিষয়ক অফিসার মিজানুর রহমান, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সম্পাদক কামরুজ্জামান, সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান সাবু, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ানসহ বিভিন্ন অফিসের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ। নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস উপস্থাপন করে উন্নত বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার জন্য বক্তাগণ সকলের প্রতি আহ্বান জানান। সন্ধ্যায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উমার ইউনিয়নের কুলফতপুর গণকবরে মোমবাদি জালিয়ে শহীদদের স্মরণ করা  হয়।

৮৬ বার ভিউ হয়েছে
0Shares