মঙ্গলবার- ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
বগুড়ার কাহালুতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হলো পহেলা বৈশাখ।।

বগুড়ার কাহালুতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হলো পহেলা বৈশাখ।।

মোঃ হারুন অর রশিদ স্টাফ রিপোর্টার।।

রবিবার সকাল নয়টায় বগুড়ার কাহালুতে” নতুন দিনের নতুন আলোয় জীবন গড়ি” জরাজীর্ণ সাম্প্রদায়িকতা ভূলে সম্প্রতির হাত ধরি” এই প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে। পহেলা বৈশাখ ১৪৩১ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালু উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ষ বরণ উৎসব ও আনন্দ শোভা যাত্রা রবিবার সকাল নয় টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বেরিয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদর্ক্ষিণ করেন বর্ষ বর্রণ উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মেরিনা আফরোজ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রশিদ (লালু), উপজেলা পরিষদের (মহিলা) ভাইস চেয়ারম্যান মোছাঃ রওশন আরা, কাহালু থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ সেলিম রেজা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কাহালু সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহকারী অধ্যাপক পি এম বেল্লাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আব্দুল হান্নান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান,কাহালু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ নীল রতন দেব, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোঃ রেজাউল করিম, উপজেলা প্রাণী সম্পদ অফিসার মোঃ মাহবুবুর রহমান চৌধুরী, , কাহালু মহিলা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ রেজাউল করিম আখলাক, কাহালু ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মোঃ হাফিজার রহমান, কাহালু সরকারি মডেল উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক এফএম আব্দুল ছালাম, তাইরুন্নেছা পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বেলাল উদ্দিন প্রামাণিক, সহ প্রমুখ। সোভা যাত্রা শেষে উপজেলা পরিষদের কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বষ বরণ উৎসব অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সহকারী শিক্ষক ছাত্র /ছাত্রী সহ বিভিন্ন শ্রেণী পেশার লোক উপস্থিত ছিলেন।

৮০ বার ভিউ হয়েছে
0Shares