মঙ্গলবার- ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
ফুলবাড়ী পৌরসভায় ভিজিএফ এর চাল বিতরণ

ফুলবাড়ী পৌরসভায় ভিজিএফ এর চাল বিতরণ

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভায় ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
গতকাল শনিবার সকাল ৯ টায় ফুলবাড়ী উপজেলার স্থানীয় গোলাম মোস্তফা (জি.এম) পাইলট উচ্চ বিদ্যালয়ে পৌরসভার অন্তর্গত ৯ টি ওয়ার্ড এর ৪ হাজার ৬ শত ২১ জন অসহায়,দুস্থ ও গরিব পরিবারের মাঝে বিনামূল্যে ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফুলবাড়ী পৌরসভার পৌর মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন।
এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী পৌরসভার কাউন্সিলর হারান দত্ত, মমতাজুর রহমান পারভেজ, হাসানুর রহমান, পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আলী মিরু, প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম এবং সাংবাদিক মোঃ আশরাফ পারভেজ সহ পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

শিবনগর ইউনিয়নে ভিজিএফ এর চাউল বিতরণের উদ্বোধন
মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নে ভিজিএফ চাউল বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান। এবার ৬৬৮৩ জনকে ১০ কেজি করে ভিজিএফ এর বিতরণ করা হয়েছে।
গতকাল শনিবার ৬ এপ্রিল শনিবার সকাল সাড়ে দশটায় ভিজিএফ এর চাল বিতরণ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মুশফিকুর রহমান বাবুল।
এ সময় উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান সামেদুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান দিলীপ চন্দ্র রায়,ইউপি সদস্য নুরুল ইসলাম নুরু,মহিলা সদস্য মঞ্জু আরা বিউটি, সচিব প্রদিপ কুমার অধিকারী, হিসাব সরকারী কাম কম্পিউটার অপারেটর সুমিত শীল সহ ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্য বৃন্দ। তদারকির দায়িত্বে¡ ছিলেন ফুলবাড়ী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের প্রকৌশলী সোহানুর রহমান। প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দকৃত চাউল পেয়ে ঈদের আগে আনন্দিত অসহায় ও ছিন্নমূল মানুষেরা।
অত্যন্ত সুশৃংখলভাবে চাউল বিতরণ করা হয়েছে।
এ বিষয়ে অত্র ইউনিয়নের চেয়ারম্যান সামেদুল ইসলাম জানান আমরা ইউনিয়ন পরিষদের সকল সদস্যদের নিয়ে তালিকার মাধ্যমে অসহায় ও ছিন্নমূল মানুষদের কাছে এই চাউল পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি, মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া বরাদ্দ যথাযথভাবে বিতরণ করা হয়েছে।

৪০ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS