মঙ্গলবার- ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
লালমনিরহাট জেলা পরিষদ উপ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আবু বক্কর সিদ্দিক শ্যামল।।

লালমনিরহাট জেলা পরিষদ উপ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আবু বক্কর সিদ্দিক শ্যামল।।

আনোয়ারুল ইসলাম সুমন পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি :

লালমনিরহাট জেলা পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ আবু বক্কর সিদ্দিক শ্যামল (মোবাইল ফোন) প্রতীক নিয়ে বে- সরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তিনি (মোবাইল ফোন) প্রতীকে ২শত ৮২টি ভোট পান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সফুরা বেগম (কাপ-পিরিচ) প্রতীকে নিয়ে ২শত ৭৩টি ভোট পান।
চেয়ারম্যান প্রার্থী মোঃ আবু বক্কর সিদ্দিক (মোবাইল ফোন) প্রতীকে ৯টি ভোট বেশি পেয়ে বে-সরকারিভাবে নির্বাচিত।

এছাড়াও মোটর সাইকেল প্রতীকে মোঃ মমতাজ আলী ৫৮টি, চশমা প্রতীকে মোঃ আশরাফ হোসেন বাদল ৭টি, আনারস প্রতীকে মোঃ নজরুল হক পাটোয়ারী ভোলা ০ (শূন্য) ভোট পেয়েছেন।

বুধবার (৩ এপ্রিল) দুপুরে লালমনিরহাট জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ লুৎফুল কবীর সরকার তার কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন।

লালমনিরহাট জেলা পরিষদ উপনির্বাচনে মোঃ আবু বক্কর সিদ্দিক (মোবাইল ফোন) প্রতীকে জয়লাভ করায় তার সমর্থকরা আনন্দিত।

জেলা পরিশোধের সাবেক চেয়ারম্যান এডভোকেট মতিয়ার রহমান লালমনিরহাট তিন আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় লালমনিরহাট জেলা পরিশোধের চেয়ারম্যান পদটি শূন্য হয়।

২৩ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS