মঙ্গলবার- ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
কিশোরগঞ্জের সোনামণি আইডিয়াল স্কুলের শিক্ষার্থী জাতীয় তালিকায় অনন্য

কিশোরগঞ্জের সোনামণি আইডিয়াল স্কুলের শিক্ষার্থী জাতীয় তালিকায় অনন্য

মোঃ মোসফিকুর রহমান, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার স্বনামধন্য ও  কিন্ডারগার্টেন বিদ্যালয়ের মধ্যে বরাবর ভালো মানের ফলাফলেী অধিকারী শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান সোনামণি আইডিয়াল স্কুলের কৃতি শিক্ষার্থী মুহতাসিম সাদিক তানিম। ভর্তি পরীক্ষা ২০২৩-২৪ ইং এ মুহতাসিম সাদিক তানিম  এর সেরা সাফল্য সে মেডিকেলে ১৫ তম স্থান, ডেন্টালে ১ম, বুয়েটে ৭০ তম স্থান, ঢাবি ‘ক’  ইউনিটে ১৯ তম স্থান এবং CKRUET তে ২১ তম জাতীয় মেধাতালিকায় স্থান করে অনন্য নিদর্শন রেখেছে যা কিশোরগঞ্জ উপজেলায় এবারেই প্রথম কোন শিক্ষার্থীর বড় ধরনের সাফল্য।
এর আগে অনেক ধরনের সাফল্য পেলেও এবারেই প্রথম মুহতাসিম সাদিক তানিম জাতীয় তালিকায় সেরাদের কাতারে নাম লিখিয়েছ। সোনামনি আইডিয়াল স্কুল থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে। পরে তানিম উচ্চ মাধ্যমিক পড়েন সৈয়দপুর সরকারি বিঙ্গান কলেজ থেকে ও দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নটরডেম কলেজ ঢাকা থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা শেষ করেন। সোনামণি আইডিয়াল স্কুলের এই শিক্ষার্থী মুহতাসিম সাদিক তানিম জাতীয় মেধাতালিকায় স্থান করে ভর্তির সুযোগ পান দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠান।
উল্লেখ্য যে, কিশোরগঞ্জ উপজেলার শিক্ষার্থীরা দেশের সব বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পেলেও মুহতাসিম সাদিক তানিম এর জাতীয় মেধাতালিকায় বহু শিক্ষা প্রতিষ্ঠানে স্থান যা অত্র উপজেলায় এবারেই প্রথম।  মুহতাসিম সাদিক তানিম এর বাবা পেশায় একজন প্রভাষক এবং তার মা কিশোরগঞ্জ উপজেলার শিশু নিকেতন স্কুল এন্ড কলেজের শিক্ষিকা।
মুহতাসিম সাদিক তানিম এর সাথে কথা হলে তিনি জানান,  আমি আমার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমার চেষ্টা চালিয়েছি আমার শিক্ষক ও পরিবারের সদস্যদের ব্যাপক সহযোগিতা পেয়েছি।  আপনারা সকলে দোয়া করবেন আমি যেন আমার শিক্ষা জীবন শেষ করে এর সুফল মানুষের মাঝে প্রদান করতে পারি।
সোনামণি আইডিয়াল স্কুলের পরিচালক জনাব আলী আকবর এর সাথে কথা হলে তিনি জানান, মুহতাসিম সাদিক তানিম জাতীয় মেধাতালিকায় এতগুলো নাম করা ও সেরা বিদ্যাপীট এ স্থান পাওয়ায় আমরা খুব আনন্দিত। আমরা শিক্ষকেরা সবসময় তার খোঁজ খবর নিতাম। এই সাফল্যে সোনামনি আইডিয়াল স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা অত্যন্ত খুশি। তার এই সাফল্য কিশোরগঞ্জ উপজেলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যা আগামী প্রজন্মের কাছে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে এবং কিশোরগঞ্জ উপজেলায় শিক্ষা প্রসারে সবাই আরো অগ্রনী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ।
১৫ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS