বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
কলমাকান্দায় সেই প্রতিপক্ষের হামলায় কৃষক নিহতের ঘটনায় মামলা: গ্রেফতার ২

কলমাকান্দায় সেই প্রতিপক্ষের হামলায় কৃষক নিহতের ঘটনায় মামলা: গ্রেফতার ২

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি:নেত্রকোনার কলমাকান্দায় সেই প্রতিপক্ষের হামলায়  কামরুজ্জামান খন্দকার (৫০) নামে এক কৃষক  নিহতের ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

শনিবার রাতে  নিহতের ছেলে রাব্বি খন্দকার বাদী হয়ে মো. আবুল মিয়া (৬০), মো. হাশেম আলী (৪৫) ও মো. ওয়াসিম মিয়া (৪০) সহ ১৮ জনের নাম উল্লেখসহ আরো ৭জনকে অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ হেফাজতে থাকা মো. হাশেম আলী (৪৫) ও মো. ওয়াসিম মিয়া (৪০) নামে সহোদর দুই ভাইকে গ্রেপ্তার দেখিয়ে জেলা আদালতে সোপর্দ করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা খারনৈ ইউনিয়ন পরিষদের  সদস্য মো. হযরত আলীর সন্তান।

রোববার দুপুরে এ তথ্য সমকালকে নিশ্চিত করেন কলমাকান্দা থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফল হক।

এর আগে গত  শুক্রবার সন্ধ্যায়  উপজেলার  কলমাকান্দা সদর ইউনিয়নের নয়ানগর গ্রামের প্রতিপক্ষ আবুলের ছেলেসহ ভাতিজারা বেশ কয়েকদিন ধরে বাউসাম বাজারে গরুর ব্যবসা করে আসছিল। ঘটনার দিন নিহত কামরুজ্জামানের সঙ্গে আবুল হোসেনের ছেলে ভাতিজারা বাগবিতণ্ডায় জড়ায়। এক পর্যায়ে তা মারামারিতে রুপ নেয়। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে কামরুজ্জামান খন্দকার, তার ছেলে রাব্বি খন্দকার (২৫), তার ভাতিজা জসিম খন্দকার (৩০), রতন খন্দকার ও আবুল হোসেনসহ (৫৩) পাঁচজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয়রা কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক কামরুজ্জামান খন্দকারকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত জসিম খন্দকারকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফল হক সমকালকে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ মর্গে পাঠানো হয়। শনিবার ভোরে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় হাশেম ও ওয়াসিম নামে দুইজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়।পরে তাদেরকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে নেত্রকোনা জেলা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে । কী কারণে কামরুজ্জামান খন্দকার হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে। এজাহারভুক্ত অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

প্রসঙ্গত, ২০২১ সালের ২৬ মে কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের নয়ানগর গ্রামের খোরশেদ মিয়ায় ছেলে বাঁশ ব্যবসায়ী আব্দুল কাদির মিয়াকে (৪৫) খারনৈ ইউনিয়নের মেদিরকান্দা রুদ্রনগর গ্রামের কামরুজ্জামানের ভাইয়েরা টেটাবিদ্ধ করে হত্যা করেছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারই জের ধরে প্রতিপক্ষের হামলায় এই নিহতের ঘটনা ঘটতে পারে।

২৩ বার ভিউ হয়েছে
0Shares