মঙ্গলবার- ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
আন্তজার্তিক নারী দিবসে ইঐউঝ অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার আলোচনা অনুষ্ঠিত

আন্তজার্তিক নারী দিবসে ইঐউঝ অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার আলোচনা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : আন্তজার্তিক নারী দিবস উপলক্ষে ৯ মার্চ শনিবার বিকেল ৪ টায় কদম রসূল দরগাহ এলাকায় ইঐউঝ অপরাধ প্রতিরোধ কল্যাণ উদ্যোগে মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ কিশোর গ্যাং বাল্যবিবাহ ইভটিজিং ভূমিদস্যু বাবা মায়ের প্রতি সন্তানের করনীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঐউঝ অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মুক্তা বেগম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইঐউঝ অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও দৈনিক রুদ্রকন্ঠ সহ-সম্পাদক মোঃ আমির হোসেন সাগর। বিশেষ অতিথি হিসেবে ছিলেন দৈনিক বিজয় পত্রিকার সম্পাদ ইঐউঝ অপরাধ প্রতিরোধ কল্যাণ সস্থার নারায়ণগঞ্জ মহানগর সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সবুজ রায় এর সঞ্চলনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইঐউঝ অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোমেন ইসলাম। ইঐউঝ অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক ও সরকারি কদমরসূল কলেজের গভর্ণিং বডির সদস্য,বন্দর থানা ক্রীড়া কল্যাণ পরিষদের সিনিয়র সহ-সভাপতি বন্দর থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের স্কুলের উপদেষ্টা মোঃ সোহেল মিয়া সভাপত্বিতে আরো উপস্থিত ছিলেন রেফারেন্স টিভির চেয়ারম্যান মিতু মোর্শেদ। ইঐউঝ অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা, ঢাকা বিভাগীয় কমিটির সদস্য হোসনে আরা বেগম,অনলাইন পোর্টাল সকাল নিউজ পত্রিকার সম্পাদিকা ছায়ানুর তালুকদার, সমাজ সেবক শাওন আহম্মেদ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন নারী দিবসে আমি বলতে চাই নারীরা এখন পিছিয়ে নাই,সারা বিশ্বের মতো বাংলাদেশে নারীদের ভুমিকা অনেক সকল সেক্টরে নারীরা কাজ করছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও একজন নারী,তাই আমি বলতে চাই নারীরা এখন সব কিছু করতে পারে নারীরা পিছিয়ে নেই। তাই আমি বলবো একটা নারী বিপদে পড়লে আপনারা নারীর পাশে দাড়াবেন কারণ আপনি একটা নারী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইঐউঝ অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও দৈনিক রুদ্রকন্ঠ সহ-সম্পাদক মোঃআমির হোসেন সাগর। দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক ও বন্দর থানা প্রেস ক্লাবের সভাপতি সাব্বির আহাম্মেদ সেন্টু।

সভাপতির বক্তব্যে সোহেল মিয়া বলেন প্রয়াত নেতা নাসিম ওসমানের সহধর্মিনী,পারভীন ওসমান কদমরসূল সরকারী করার যার প্রথম উদ্যোক্তা সরকারী করা হয়। এমপি সেলিম ওসমান এর ডিউলেটারের মাধ্যমে কদমরসুল কলেজ কে সরকারি করা হয়,সোহেল মিয়ার সহযোগিতায়, বিনামূল্যে সকলকে পড়াশোনা ব্যবস্থা করে দেন। তিনি আরো বলেন, আমি মাদক নির্মূল করতে চাই প্রতিটা ওয়ার্ড পাড়া মহল্লায় দেখা যায় মাদকের ছড়াছড়ি, তাই আসুন সকলে মিলে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াই,মাদক মুক্ত সমাজ গড়ে তুলি,মাদকের থাবা থেকে যুব সমাজ কে বাঁচানোর জন্য সকলে এক সাথে কাজ করার আহŸান করেন।

২২ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS