মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নাটোর অনিবন্ধিত ক্লিনিক হাসপাতাল বন্ধে অভিযান

নাটোর অনিবন্ধিত ক্লিনিক হাসপাতাল বন্ধে অভিযান

ইসাহাক আলী, নাটোর; ২৮ মে- স্বাস্থ্য মন্ত্রনালয়ের নিদের্শে ৭২ ঘন্টার মধ্যে অনিবন্ধিত ক্লিনিক হাসপাতাল বন্ধের নির্দেশনার পর নাটোরে জেলা জুড়ে অভিযান শুরু হয়েছে।

এর অংশ হিসাবে আজ শনিবার দুপুরে নিবার্হী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নাটোর শহরের মাদ্রাসা মোড়ে অভিযান শুরু করে সিভিল সার্জন অফিসের একটি টিম। প্রথমে তারা শহরের সেন্ট্রাল ল্যাব ও পদ্মা ডায়াগনিস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে ।  এ সময় ওই ক্লিনিকের কোন অনুমোদন বা লাইসেন্স না থাকায় তা সিলগালা করা হয় ও সেবা নিতে আসা রোগীদের টাকা ফেরত দিয়ে বৈধ ক্লিনিকে সেবা নেয়ার পরামর্শ নিয়ে ফেরত পাঠানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ হাসান, সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা আবু রাসেল। নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ হাসান জানান, নিবন্ধন বা স্বাস্থ্য মন্ত্রনালয়ের অনুমোদন না পাওয়া পর্যন্ত এগুলো বন্ধ থাকবে। অনুমোদন পেলেই কেবল মাত্র ক্লিনিক বা বে সরকারী হাসপাতাল খোলা যাবে। অনুমোদন ছাড়া কেউ স্বাস্থ্যসেবা দিলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

রিপোর্ট লেখা পর্যন্ত শহরে বিভিন্ন স্থানে ১১ টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে নিবন্ধন না থাকায় সিলগালা করা হয়েছে।

৫৭ বার ভিউ হয়েছে
0Shares