শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ডোমারে ভোরের দর্পণ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ডোমারে ভোরের দর্পণ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন

রবিউল হক রতন  , ডোমার ( নীলফামারী) প্রতিনিধি:  নীলফামারীর ডোমারে জনগণের মুখপাত্র দৈনিক ভোরের দর্পণ পত্রিকা ২৪ বছরে পদার্পন উপলক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার ৫ মার্চ বেলা ১২ টায় বাটারমোড় সংলগ্ন মরহুম এনায়েত হোসেন নয়ন স্মৃতি কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। ভোরের দর্পন পত্রিকার উপজেলা প্রতিনিধি রবিউল হক রতনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাবেক সফল সভাপতি ও নীলফামারী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি  অধ্যাপক খায়রুল আলম বাবুল , উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরননবী, ০৭ নং বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন, আওয়ামীলীগ নেতা মাহাবুব আলম পল্লব, উপজেলা তাঁতী লীগের সভাপতি শাহজাহান সরকার বুলু, পৌর কৃষক লীগের আহবায়ক আবু সাঈদ, জাকারুল ইসলাম দুখু, নিরঞ্জন রায়, দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি আবু ফাত্তাহ কামাল পাখি, দৈনিক খোলা কাগজ পত্রিকার প্রতিনিধি আব্দুল্লাহ আল-মামুন সোহাগ, দৈনিক সংবাদ পত্রিকার প্রতিনিধি আলমগীর হোসেন, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি এবাদত হোসেন চঞ্চল, দৈনিক পর্যবেক্ষন ও দৈনিক আমাদের প্রতিদিন পত্রিকার প্রতিনিধি মোসাদ্দেকুর রহমান সাজু প্রমুখ।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা দৈনিক ভোরের দর্পন পত্রিকার ২৪ বছর পদার্পনে স্বাগত জানান,এবং আগামীতে আরও ভালো ভাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
১৯ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS