বুধবার- ৩রা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -১৯শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সিরাজগঞ্জে জিয়াউর  রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্গণ ও রচনা প্রতিযোগীতা  অনুষ্ঠিত

সিরাজগঞ্জে জিয়াউর  রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্গণ ও রচনা প্রতিযোগীতা  অনুষ্ঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে  শহীদ  প্রেসিডেন্ট  জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী  উপলক্ষে শিশু কিশোরদের মধ্যে চিত্রাঙ্গণ ও রচনা
 প্রতিযোগীতা অনুষ্ঠিত  হয়েছে। সিরাজগঞ্জ  জিয়া পরিষদ আয়োজিত শহীদ  প্রেসিডেন্ট  জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী  উপলক্ষে শুক্রবার সকালে সিরাজগঞ্জের ভাসানি  মিলনায়তন চত্বরে শিশু কিশোরদের মধ্যে এ চিত্রাঙ্গণ ও রচনা প্রতিযোগীতার উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।সিরাজগঞ্জ জেলা জিয়া পরিষদের আহবায়ক অধ্যাপক আবু হাশেম তালুকদারের সভাপতিত্বে চিত্রাঙ্গণ ও রচনা প্রতিযোগীতার অনুষ্ঠানে উপস্হিত  ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা,ভিপি অমর কৃষ্ণদাস, রকিবুল হাসান রতন, হারুন অর রশিদ খান হাসান, জিয়া পরিষদের  সদস্য সচিব অধ্যাপক ওয়াহিদুজ্জামান মিনু,জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু,জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়েস,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজসহ আরো অনেকে। বিভিন্ন স্কুলের তৃতীয়  শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত দেড় শতাধিক ছাত্র-ছাত্রী এই চিত্রাঙ্গণ ও রচনা প্রতিযোগীতায় অংশ নেয়। আগামি ৩০ মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪১তম শাহাদাৎ বার্ষিকীর দিন জেলা বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে বিজীয়দের ও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলের মধ্যে পুরুস্কার বিতরণ করবেন বিএনপির স্হায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদব টুকু।
১৯ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS