শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
কুড়িগ্রামে বাল্য বিবাহ বন্ধে ও ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় স্টেক হোল্ডারদের সাথে সংলাপ

কুড়িগ্রামে বাল্য বিবাহ বন্ধে ও ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় স্টেক হোল্ডারদের সাথে সংলাপ

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম সদর উপজেলায় বাল্যবিয়ে বন্ধে ও ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় স্টেক হোল্ডারদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ডিসেম্বর) সকাল ১০টায় সদর উপজেলার ত্রিমোহনীর এসএসবিসি প্রকল্প অফিস প্রাঙ্গণে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাধ্যমিক উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ মিজানুর রহমান, হরিরাম দাখিল মাদ্রাসার শিক্ষক আজগর আলী, মাদার তেরেজা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোবাইদা সুলতানা, হরিশ্বর মাধ্যমিক উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক হাবিবুর রহমানসহ আরো অনেকে।
আরো বক্তব্য দেন এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদার, এসএসবিসি প্রজেক্টের কমিউনিটি ফেসিলিটেটর বাবুল চন্দ্র রায় প্রমূখ।
বক্তারা বলেন, সারাদেশে ডেঙ্গুর  প্রকোপ বেড়েই চলেছে। ডেঙ্গুর হাত থেকে রক্ষা পেতে হলে এডিস মশার বিস্তার রোধে কিছু সহজ নিয়ম কানুন মেনে সকলকে সচেতন হতে হবে। এবং বাল্যবিবাহ বন্ধে সকল শ্রেণী পেশার মানুষজনকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
১৪ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS