মঙ্গলবার- ২রা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -১৮ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
রাজশাহীর পুঠিয়ায় জোরপূর্বক পুকুর খননের মহোৎসবের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন

রাজশাহীর পুঠিয়ায় জোরপূর্বক পুকুর খননের মহোৎসবের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন

রাজশাহী জেলা প্রতিনিধি:রাজশাহীর পুঠিয়া উপজেলাজুড়ে পুলিশসহ বিভিন্ন প্রশাসনকে ম্যানেজ করে প্রকাশ্যে জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে অনেক জমির মালিকে না বলে জোর পুর্বক অবৈধ ভাবে ফসলী জমিতে পুকুর খননের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসি। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের নান্দিপাড়া মাঠে নান্দিপাড়া গ্রামের কৃষকরা এই মানববন্ধনের আয়োজন করেন। এসময় তাদের অভিযোগ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে উপজেলাজুড়ে বিভিন্ন আবাদি জমি গুলোতে অবৈধ ভাবে পুকুর খনন অব্যাহত রাখলেও স্থানীয় প্রশাসন রহস্যজনক ভাবে নিরব ভুমিকা পালন করছেন। এতে কৃষি জমির পরিমান কমে যাচ্ছে এবং চাষাবাদ হুমকীর মুখে পড়ছে। মানববন্ধনে উপস্থিত ছিলেন, নব কুমার সাহা, আশুতোষ সাহা, আলীমুদ্দিন শেখ, আমির শেখ, জাহেরুল মোল্লা, মফিজ উদ্দিন, জিল্লুর রহমান, শফিকুল ইসলাম, জাহিদুল ইসলাে প্রমুখ। এসময় বক্তারা বলেন,আমাদের নান্দিপাড়া মাঠের তিন ফসলী জমিতে ফসল নষ্ট করে জোড় পূর্বক পুকুর খননের জন্য সোমবার রাতে সবার অজান্তে আনুমানিক ১০ বিঘা জমির সরিষা বিনষ্ট করে ভেকু মেশিন নিয়ে আসে। এতে প্রায় ৬০ হাজার টাকার ক্ষতি সাধন হয়। এছাড়া তারা গ্রামের সাধারণ কৃষকদের নানা ভাবে ভয় ভীতি দেখাচ্ছেন। এমন কি পুকুর খনন বন্ধের কোন রূপ চেষ্টা করলে বা কোন রূপ কোথাও অভিযোগ করলে প্রাণ নাশের হুমকি দেন। এরই প্রতিবাদে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার ও থানাসহ বিভিন্ন স্থানে লিখিত অভিযোগ জমা দেয় তারা।

৩৫ বার ভিউ হয়েছে
0Shares