শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

 রবিউল হক রতন, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৪ইং উপলক্ষ্যে নীলফামারীর ডোমারে উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।সোমবার ১৯ ফেব্রুয়ারী সকালে ডোমারের ঐতিহ্যেবাহী শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রট মোঃ নাজমুল আলম (বিপিএএ)’র সভাপতিত্বে জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ।

উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে,এসময় অন্যান্নদের মাঝে, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম,সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সামাদ, হলহলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক চৌধুরী মানিক, আমিনুল হক বাবুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহ অন্যান্য সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

৫৪ বার ভিউ হয়েছে
0Shares