শনিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আব্দুলপুর সরকারি কলেজ ছাত্রলীগ সদস্য হলেন ছাত্রদল সভাপতি

আব্দুলপুর সরকারি কলেজ ছাত্রলীগ সদস্য হলেন ছাত্রদল সভাপতি

১২৮ Views
নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরের আব্দুলপুর সরকারি কলেজ শাখার ছাত্রলীগের সদস্য শাকিল হোসেনকে একই কলেজের ছাত্রদলের সভাপতি করা হয়েছে। সম্প্রতি নিষিদ্ধ হওয়া সংগঠন ছাত্রলীগের ওই সদস্যকে ছাত্রদলের সভাপতি করার জন্য এলাকায় আলোচনার ঝড় উঠেছে। আব্দুলপুর সরকারি কলেজ শাখায় ১২ সদস্য বিশিষ্ট ছাত্রদলের নতুন কমিটির অনুমোদন দেওয়া হয় বলে জানা গেছে। ১৮ ফেব্রুয়ারি নাটোর জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারফ ইসলাম সুজনের স্বাক্ষরিত দলীয় প্যাডে ওই কমিটি অনুমোদনের কপি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি সবার নজরে আসে।
জানা যায়, এতে সভাপতি করা হয়েছে শাকিল হোসেনকে ও সাধারণ সম্পাদক করা হয়েছে রাকিবুল ইসলামকে।
এ ব্যাপারে আব্দুলপুর সরকারী কলেজ শাখার ছাত্রদলের নতুন কমিটির সিনিয়র সহ-সভাপতি শাকিব হাসান বলেন, শাকিল আব্দুলপুর সরকারি কলেজ শাখার ছাত্রলীগের সদস্য ছিলেন। তিনি বিগত সময়ে ছাত্রলীগ সহ আওয়ামীলীগের সকল কর্মসূচিতে সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছেন এবং সক্রিয় ছিলেন। অবিলম্বে তাকে বহিস্কারের দাবি জানাচ্ছি। এদিকে  আব্দুলপুর সরকারি কলেজ শাখার ছাত্রদলের নতুন কমিটির সভাপতি শাকিল হোসেন বলেন, আমরা পারিবারিক ভাবে বিএনপি করি। আমি বিগত দিনে ছাত্রলীগের কোন পদে ছিলাম না।
এবিষয়ে নাটোর জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলামের মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভি করেননি। ###
Share This